বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাটের জুনাগড় (ছবিঃX)

নয়াদিল্লিঃ বিগত দু'দিন ধরে প্রবল বৃষ্টিতে (Heavy Rain) ভিজছে গুজরাট (Gujarat)। বিপর্যস্ত জনজীবন। জলমগ্ন গুজরাটের জুনাগড়(Junagadh) জেলার বিস্তীর্ণ এলাকা। বন্যার আশঙ্কা করা হচ্ছে। জারি আগাম সতর্কতা। পৌঁছেছে এনডিআরএফ (NDRF) জওয়ানদের বিশেষ একটি দল। কোনওরকমের দুর্ঘটনা (Accident)এড়াতে তৎপর প্রশাসন। মঙ্গলবার সকালে, এনডিআরএফ ইন্সপেক্টর কৈলাশ গৌতমের নেতৃত্বে একটি বিশেষ দল সোমনাথ থেকে জুনাগড়ে পৌঁছেছে। পরিস্থিতি খতিয়ে দেখছেন এনডিআরএফ জওয়ানরা। ইন্সপেক্টর কৈলাশ গৌতম সংবাদমাধ্যমকে বলেন, "আমাদের কাছে খবর আসে জুনাগড় জেলায় প্রবল বৃষ্টি হচ্ছে। খবর পেয়ে দল নিয়ে সোমনাথ থেকে জুনাগড়ে এসে পৌঁছিয়েছি। আমাদের সঙ্গে বোট, ওবিএমএস, লাইফ জ্যাকেট ইত্যাদি রয়েছে। আমাদের দল কাজ শুরু করার জন্য প্রস্তুত।" প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরে নাগাড়ে বৃষ্টিপাত হচ্ছে গুজরাটে। রবিবার থেকে বেড়েছে বৃষ্টির পরিমাণ। রবিবার, সুরাট, ভালসাদ, আম্রেলি সহ একাধিক জায়গায় প্রবল বৃষ্টি হয়েছে। আগামী দু'দিনে ভালসাদ সহ দক্ষিণ গুজরাটের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কতা।

দেখুন জুনাগড়ের পরিস্থিতি

  দেখুন কী বলছেন এনডিআরএফ ইন্সপেক্টর কৈলাশ গৌতম