Heatwave (Photo Credit: File Photo)

দিল্লি, ৩১ মে: উত্তর ভারত পুড়ছে। ভয়াবহ তাপমাত্রায় উত্তর ভারতে হু হু করে বাড়ছে মৃত্য়ুর হার। বিহার থেকে উত্তরপ্রদেশ কিংবা দিল্লি, একের পর এক রাজ্যে তাপমাত্রা উর্দ্ধমুখী। বিহারের পাশপাশি ঝাড়খণ্ডেও তাপমাত্রা ক্রমশ বাড়ছে। শুক্রবার ঝাড়খণ্ডে প্রচণ্ড দাবদাহের জেরে পরপর ৪ জনের মৃত্য়ুর খবর মেলে। ৪ জনেরই সানস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বলে জানা যায়। ৪ জনের মৃত্য়ুর পাশাপাশি ১৩২৬ জন অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের মধ্যে ৬৩ জন হিটস্ট্রোকেই আক্রান্ত হয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়।

ফলে ঝাড়খণ্ডের প্রত্যেকটি হাসপাতালকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।  প্রত্যেকটি হাসপাতালে যাতে অতিরিক্ত শয্যা রাখা হয় এবং হিটস্ট্রোকে আক্রান্তদের চিকিৎসা করা হয় আগেভাগে, সে জন্য বিশেষভাবে পদক্ষেপ করা হচ্ছে।

আরও পড়ুন: Heatwave In India: তীব্র গরমে ফুটছে ভারতের একাধিক রাজ্য, তাপপ্রবাহের জেরে দেশ জুড়ে ৫৪ জনের মৃত্যু

রিপোর্টে প্রকাশ, তীব্র গরমে ঝাড়খণ্ডে যে ৪ জনের মৃত্যু হয়,তার মধ্যে ৩ জন পালামৌর বাসিন্দা এবং একজন জামশেদপুরের।