Heatwave (Photo Credit: ANI)

দিল্লি, ৩১ মে:  উত্তর, মধ্য এবং পূর্ব ভারতে তাপমাত্রা ক্রমশ বাড়ছে। দিল্লি থেকে নাগপুর (Nagpur) কিংবা বিহার (Bihar), দেশের বিভিন্ন প্রান্তের একাধিক রাজ্যে চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। দিল্লিতে কখনও তাপমাত্রা পৌঁছে যাচ্ছে ৫২.৯ ডিগ্রিতে আবার নাগপুরে তাপমাত্রা ৫৬ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। সবকিছু মিলিয়ে এবারের গরমে তাপপ্রবাহের হাত থেক নিস্তার পাচ্ছে না ভারতের প্রায় কোনও রাজ্যই। রিপোর্টে প্রকাশ, চলতি বছর তাপপ্রবাহের জেরে ভারত জুড়ে এখনও পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে।

তাপপ্রবাহের (Heatwave) পাশাপাশি রয়েছে ধুলো ঝড়ের প্রকোপ। আবহাওয়া দফতরের কথায়, ৩১ মে থেকে ১ জুন পর্যন্ত ধুলো ঝড় হতে পারে উত্তরপ্রদেশের বিভিন্ন অংশে। এছাড়া হরিয়ানা, দিল্লি এবং চন্ডিগড়েও আজ ধুলো ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: Heatwave: তাপপ্রবাহকে 'জাতীয় বিপর্যয়' ঘোষণা করা হোক, জানাল রাজস্থান হাইকোর্ট

তবে ৩১ থেকে ২ জুনের মধ্যে উত্তর-পশ্চিম ভারতের বেশ কিছু জায়গায় অতি হালকা বৃষ্টি হতে পারে। টুপটাপ বৃষ্টির জেরে ওই সব অঞ্চলে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানানো হয়েছে।

হিট স্ট্রোকের জেরে বিহারে এখনও পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। যার মধ্যে ঔরঙ্গাবাগে ১৭, আরায় ৬জন, গয়া এবং রোহতাসে ৩ জন করে, বক্সারে ২ জন এবং পাটনায় ১ জনের মৃত্যুর খবর মিলেছে। তীব্র গরমে  ওড়িশার রাউরকেল্লায় ১০ জনের মৃত্যু হয়েছে। ঝাড়খণ্ডে ৫ জনের মৃত্যু হয়েছে। রাজস্থান এবং উত্তরপ্রদেশেও  ১ জনের মৃৃত্যুর খবর মিলছে।  সবকিছু মিলিয়ে কেরলে বর্ষা প্রবেশ করলেও, ভারতের বেশির ভাগ রাজ্যে তীব্র গরমের দাপটে অতিষ্ট মানুষ।