অনিল ভিজ (Photo Credits: PTI)

চণ্ডীগড়, ১৮ মে: কোভিড-১৯ নেগেটিভ নাহলে কাউকেই রাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। রবিবার জানালেন হরিয়ানার স্বরাষ্ট্র মন্ত্রী অনিল ভিজ (Haryana Home Minister Anil Vij)। হরিয়ানায় কোরনাআক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এদিন আবার নতুন করে দিল্লিকেই দুষলেন তিনি। সেই সঙ্গে বলা হল, হরিয়ানার যেসব বাসিন্দা কর্মসূত্রে দিল্লিতে থাকেন, তাঁদের জন্য মনোহরলাল খট্টরের সরকার নতুন গাইডলাইন তৈরি করেছে। যেসব বাসিন্দারা এখন রাজ্যে প্রবেশ করছেন তাঁদের পরীক্ষার জন্য ব়্যাপিড টেস্ট কিট ব্যবহার করা হবে। অনিল ভিজ এনিয়ে বলেন, “হরিয়ানায় প্রবেশ করতে গেলে আগে করোনাভাইরাস টেস্ট করাতে হবে। এ নিয়ম সবার জন্যেই বলবৎ হল। টেস্ট রিপোর্ট নেগেটিভ এলেই সেই যাত্রী রাজ্যে প্রবেশের অনুমতি পাবেন।”

তিনি আরও বলেন, “হরিয়ানায় করোনা আক্রান্তের ৭০ শতাংশই এসেছে চার জেলা থেকে। দিল্লিও রয়েছে সেই তালিকায়। দিল্লি থেকে যাঁরাই এই রাজ্যে আসতে চাইছেন তাঁদের সবাইকে অবশ্যই কোভিড-১৯ টেস্ট করাতে হবে।” দিল্লি সীমান্ত লাগোয়া হরিয়ানার চার জেলা গুরগাঁও, ফরিদাবাদ, ঝাজ্জর, সোনিপাতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করায় মনোহরলাল খট্টরের সরকার জেলার সীমান্ত আটকে দিয়েছে। তবে দিল্লি হাইোকর্টের নির্দেশ মেনে রাজধানীর সঙ্গে যুক্ত রাজ্যের সমস্ত সীমান্ত খুলে দেওয়া হয়েছে। যেখান থেকে অত্যাবশ্যকীয় পণ্য ও ই-পাস ধারী লোকজন চলাচল করতে পারবে। এরপরেও ভিজের দাবি, যতই কাছে ই-পাস থাকুক না কেন হরিয়ানায় প্রবেশ করতে গেলে আবেদনকারীকে তাঁর করোনা নেগেটিভ রিপোর্ট দেখা হবে। আরও পড়ুন-COVID-19 Cases In Goa: স্পেশ্যাল ট্রেনের ৭ যাত্রী কোভিড-১৯ পজিটিভ, একদা গ্রিন জোন গোয়ায় করোনা আক্রান্ত ২৯ জন

অনিল ভিজের বক্তব্য, দিল্লি হাইকোর্ট বলেছে, করোনা আক্রান্ত রোগীরাই কোয়ারেন্টাইনে থাকবেন। তবে কে কোভিড-১৯ পজিটিভ আর কেই বা নেগেটিভ, তা কীকরে জানা যাবে, প্রশ্ন তুলেছেন অনিল ভিজ। সেকারণেই জনগণের টেস্টের প্রয়োজন রয়েছে। তাহলেই আমরা জনগণকে হরিয়ানায় প্রবেশের অনুমতি দেব। যদি কারোর শরীরে করোনা পজিটিভ মেলে তাঁকে কেন আমরা রাজ্যে প্রবেশ করতে দেব? রবিবার সন্ধ্যা পর্যন্ত হরিয়ানায় মোট করোনা আক্রান্ত ৯১০ জন। যার মধ্যে আবার ১৪ জনের মৃত্যু হয়েছে। ৩৩৪ জন আক্রান্ত রোগী রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হরিয়ানায় করোনা আক্রান্তের সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যান ৬১.৭৫ শতাংশ।