গোয়া, ১৮ মে: মুম্বই থেকে গোয়াগামী (Goa) ট্রেনের সাত যাত্রীর শরীরে মিলল করোনাভাইরাস। সবমিলিয়ে গোয়ায় করোনা আক্রান্ত ২৯ জন। ওই ট্রেনের অন্যান্য যাত্রীদেরও লালারস পরীক্ষার কাজ চলছে। সাতজন করোনারোগী সুস্থ হয়ে যাওয়ায় গত ১ মে গোয়াকে গ্রিন জোন ঘোষণা করা হয়েছিল। তবে গত কয়েকদিন এই উপকূলবর্তী রাজ্যে ফের মারণ ভাইরাসের প্রোকোপ দেখা দিয়েছে। যদিও রাজ্যে গোষ্ঠী সংক্রমণ হয়নি বলেই দাবি করেছেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। মহারাষ্ট্র ও গুজরাট থেকে ট্রেনে চড়ে যেসব যাত্রীরা গোয়ায় পৌঁছেছেন, তাঁদের শরীরেই মিলেছে করোনা পজিটিভ। নয়াদিল্লি থেকে গোয়া অভিমুখী ট্রেনগুলি যেন মাঝের কোনও স্টেশনে না দাঁড়ায়, রাজ্যের তরফে কেন্দ্রের কাছে এমন অনুরোধও করা হয়েছে। আরও পড়ুন- Cyclon Amphan: আগামী কয়েক ঘণ্টায় ভয়াবহ আকার নেবে ঘূর্ণিঝড় আমফান, পশ্চিমবঙ্গেই বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা
#UPDATE Goa: Three more passengers - a total of 7 people - who travelled in Mumbai-Goa train on Sunday, test positive for #COVID19 during TrueNat testing. The total number of active cases in Goa reaches 29. https://t.co/HJbmbHwHIO
— ANI (@ANI) May 18, 2020
এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত ৯০ হাজার ৯২৭ জন। মৃত্যুমিছিলে শামিল ২ হাজার ৮৭২ জন। চতুর্থ দফার লকডাউন ইতিমধ্যেই শুরু হয়েছে। চলবে ৩১ মে পর্যন্ত। দেশের মধ্যে সবথেকে খারাপ অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। সেখানে মোট করোনা আক্রান্ত ৩০ হাজার ৭০৬ জন। ১১৩৫ জনের মৃত্যু হয়েছে সেখানে।