Anil Vij (Photo Credit: ANI/X)

দিল্লি, ৮ অক্টোবর: মঙ্গলবার যত বেলা গড়াচ্ছে, তত স্পষ্ট হচ্ছে হরিয়ানা (Haryana CM) এবং জম্মু কাশ্মীরের ফলাফল। হরিয়ানায় (Haryana Assembly Elections Results 2024) গণনা শুরু হতেই মঙ্গলবার সকালে কংগ্রেসের (Congress) তরফে ঢাক, ঢোল বাজানো শুরু হয়। এমনকী হরিয়ানায় কংগ্রেসের বিভিন্ন দফতরে লাড্ডুও বিলি করা হয়। তবে পিছিয়ে থেকেও বিজেপি গতি বাড়ানোর পর ছবি পালটাতে শুরু করে। যার জেরে কংগ্রেসকে কটাক্ষ করেন বিজেপি নেতা অনিল ভিজ (Anil Vij)। তিনি

আরও পড়ুন: Haryana Assembly Elections Results 2024: বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে ভারতের সবেচেয়ে ধনী মহিলা Savitri Jindal এর লড়াই হিসারে

শুনুন কী বললেন বিজেপি প্রার্থী অনিল ভিজ...

 

আরও পড়ুন: Haryana Assembly Elections Results 2024: বিজেপিকে 'টাফ ফাইট', জুলনায় এগোচ্ছেন Vinesh Phogat

হরিয়ানায় বিজেপি মার্জিন বাড়াতেই নির্বাচন কমিশনের (ECI) দিকে কার্যত আঙুল তোলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। হরিয়ানায় গণনা শুরুর পর কেন এত দেরি করে ফলাফল প্রকাশ করা হচ্ছে বলে প্রশ্ন তোলেন রমেশ। যা শুনে অনিল ভিজ বলেন, কংগ্রেস এসব এখন বলবেই। বিজেপির জয়ের মাত্রা দেখে কংগ্রেসের এসব বক্তব্য আরও বাড়বে বলেও মন্তব্য করেন বিজেপি নেতা।