দিল্লি, ৮ অক্টোবর: হরিয়ানার (Haryana Assembly Elections Results) হিসার (Hisar) কেন্দ্র থেকে এবার লড়ছেন সাবিত্রী জিন্দাল (Savitri Jindal)। ভারতের (India) বেচেয়ে ধনী মহিলা প্রার্থী হিসেবে হরিয়ানার হিসার ককেন্দ্র থেকে লড়ছেন বছর ৭৪-এর সাবিত্রী। কুরুক্ষেত্রর বিজেপি সাংসদ নবীন জিন্দালের মা হিসারে লড়ছেন গেরুয়া প্রার্থী বিধায়ক কমল গুপ্তার বিরুদ্ধে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সাবিত্রী জিন্দাল হিসারে বিজেপি প্রার্থীকে ক্রমশ পিছনে ফেলতে শুরু করেছেন।
হিসারের মানুষ চেয়েছেন বলেি তিনি নির্বাচনে হাজির হয়েছেন। জয়ী হলে, হিসারের মানুষের হয়ে তিনি বিধানসভায় কথা বলবেন বলেও মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় জানান সাবিত্রী জিন্দাল।
গত ২৮ সেপ্টেম্বর ব্লুমবার্গের যে রিপোর্টে বরোয়, সেখানে পঞ্চম ধনী ভারতীয় হিসেবে রয়েছে সাবিত্রী জিন্দালের নাম। ২০০৫ সালে ওম প্রকাশ জিন্দাল প্রয়াত হন। স্বামীর মৃত্যুর পর তাঁর ব্যবসার বিশেষ করে স্টিল প্রোডাকশন, বিদ্যুখ, খনি এবং বন্দর কারবারের দেখাশোনা শুরু করেন সাবিত্রী জিন্দাল। নিজের কাজের জন্য পদ্মভূষণ থেকে শুরু করে বেশ কয়েকটি পুরস্কার করায়ত্ত করেন সাবিত্রী জিন্দাল। তাঁর কাজ বিশ্বব্যাপী যে মহিলা কর্মদ্যোগীরা রয়েছেন, তাঁদের প্রভাবিত করছে। ফলে এবার সেই ভারতের সবেচেয় ধনী মহিলা হিসার থেকে জয় ছিনিয়ে নিতে পারেন কি না, সেটাই দেখার।