তেলের ট্যাঙ্কারের সঙ্গে গাড়ি এবং পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত ৪। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে গুরুগ্রামের শীধরাওয়ালি গ্রামের দিল্লি জয়পুর হাইওয়েতে।
বিলাসপুর পুলিশের তরফে জানা গেছে জয়পুর থেকে আসা তেলের একটি ট্যাঙ্কার নিয়ন্ত্রন হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মারার পর প্রথমে একটি গাড়ি ও পরে একটি পিকআপ ভ্যানকে ধাক্কা মারে। গাড়ির ভেতরে সিএনজি জ্বালানী থাকার ফলে তাতে আগুন ধরে যায়। গাড়ির মধ্যে থাকা যাত্রীরা জয়পুরের দিকে যাচ্ছিলেন বলে জানা গেছে।
বিস্ফোরনের জেরে গাড়ির মধ্যে থাকা ৩ জন যাত্রীর মৃত্যু হয়। এছড়া পিক আপ ভ্যান চালকটিরও মৃত্যু হয় দুর্ঘটনায়। ঘটনার খবর পাওযার পরেই সেখানে হাজির হয় পুলিশ। নেভানো হয় আগুন ।
ঘটনার পরপরই তেলের গাড়ির চালক পলাতক। তাঁকে খোজার চেষ্টা চালানো হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে বিলাসপুর থানার পুলিশ।মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
Four killed as oil tanker hits car, pickup van near Gurugram on Delhi-Jaipur Highway
Read @ANI Story | https://t.co/sMLoxEkIL5#OilTanker #Gurugram #accident pic.twitter.com/5qstbpuulu
— ANI Digital (@ani_digital) November 11, 2023
#WATCH | Maharashtra| Two were injured after a trailer carrying containers rammed into a pickup tempo on the Pune-Bangalore Highway. The injured were shifted to the hospital. Further details awaited: Pune Fire Department pic.twitter.com/IOkDJIlB1r
— ANI (@ANI) November 11, 2023