PM Modi (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ২০ ডিসেম্বর: খালিস্তানি (Khalistani) জঙ্গি গুরপতওয়াত সিং পান্নুন (Gurpatwant Singh Pannun ) খুনে ভারতের (India)  'ভূমিকার' অভিযোগ ইস্যুতে এই প্রথম মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী (PM Narendra Modi) বলেন, গুরপতওয়াত সিং ইস্যুতে যে তথ্যের কথা বলা হচ্ছে, সে বিষয়ে সরকারের তরফে সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, ব্রিটেনের সংবাদপত্র ফিনানসিয়াল টাইমসের তরফে দাবি করা হয়, পান্নুন ইস্যুতে ভারত এবং আমেরিকার সম্পর্ক কখনও অন্য খাতে বইতে পারে না বলেও জানান  প্রধানমন্ত্রী মোদী। প্রসঙ্গত গুরপতওাত সিং পান্নুন ইস্যুতে সম্প্রতি আটক করা হয় নিখিল গুপ্তা নামে এক ভারতীয়কে। নিখিল গুপ্তাই পান্নুনকে খুনের চক্রান্ত করছিলেন। যা মার্কিন পুলিশের তরফে বানচাল করে দেওয়া হয় বলে দাবি করা হয় ওয়াশংটনের তরফে। চেজ রিপাকলিক আটক করা হয় নিখিল গুপ্তাকে।

আরও পড়ুন: Gurpatwant Pannun এর খুনের ছকে অভিযুক্ত নিখিলের পরিবার দ্বারস্থ আদালতের

ভারতীয় নিখিল গুপ্তার পরিবার সম্প্রতি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। আদালত যাতে বিদেশ মন্ত্রককে এ বিষয়ে আমেরিকার সঙ্গে কথা বলার নির্দেশ দেয়, সে বিষয়ে আবেদন করে গুপ্তার পরিবার। যদিও বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। তাই গুপ্তার পরিবারের উচিত চেজ রিপাবলিকে কোনও আদালতের কাছে এ বিষয়ে আবেদন জানানোর। পাশাপাশি কেন্দ্রীয় সরকার এই সংবেদনশীল ইস্যুতে চিন্তাভাবনা করেই পদক্ষেপ করবে বলে জানানো হয় শীর্ষ আদাতের তরফে।