Photo Credit: Wikipedia

দিল্লি, ১৫ ডিসেম্বর:  খালিস্তানি জঙ্গি গুরপতওয়াত সিং পান্নুনের (Gurpatwant Singh Pannun) খুনের পরিকলল্পনায় অভিযুক্ত নিখিল গুপ্তাকে (Nikhil Gupta) রাখা হয়েছে চেজ রিপাবলিকে। যার বিরুদ্ধে নিখিল গুপ্তার পরিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। নিখিল গুপ্তার পরিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে, সেখানে যে পিটিশন জমা পড়ে তাতে বেশ কয়েকটি দাবি জানানো হয়। পিটিশনে পরিবারের দাবি, নিখিল গুপ্তা দিল্লির (Delhi) একজন ব্যবসায়ী। অথচ চেজ রিপাবলিক পুলিশ তাঁকে গ্রেফতারির পর নিখিল পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। নিখিলকে যেভাবে আচকে রাখা হয়েছে,তাতে খর্ব হচ্ছে তাঁর মৌলিক অধিকার।

আরও পড়ুন: Gurpatwant Singh Pannun: পান্নুনকে খুনের ছকে 'অভিযুক্ত' নিখিল গুপ্তার পরিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ

এসবের পাশাপাশি সুপ্রিম কোর্টে জমা করা পিটিশনে আরও দাবি করা হয়, নিখিল গুপ্তা একজন হিন্দু এবং তিনি নিরামিষাশী। অথচ চেজ পুলিশের হেফাজতে থাকাকালীন নিখিল গুপ্তাকে গোমাংস থেকে শূকরের মাংস খেতে বাধ্য করা হচ্ছে। ফলে নিখিলের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হচ্ছে। পিটিশনে এমনই দাবি করে গুপ্তা পরিবার।

নিখিল দিল্লির বাসিন্দা। আইন মেনে চলা ভারতের একজন বৈধ নাগরিক নিখিল গুপ্তা। বর্তমানে তাঁর বাড়িতে মা, স্ত্রী এবং দুই সন্তান রয়েছেন বলেও পিটিশনে জানানো হয় শীর্ষ আদালতকে।