দিল্লি, ১৫ ডিসেম্বর: খালিস্তানি (Khalistani) জঙ্গি গুরপতওয়াত সিং পান্নুনের (Gurpatwant Singh Pannun) খুনের পরিকল্পনায় অভিযুক্ত নিখিল গুপ্তার (Nikhil Gupta)পরিবার এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল। নিখিল গুপ্তাকে বেআইনিভাবে গ্রেফতার করে আটকে রেখেছে চেজ রিপাবলিক। নিখিল গুপ্তাকে যাতে মুক্ত করা হয়, সেই দাবিতে শীর্ষ আদালতের দ্বারস্থ গুপ্তার পরিবার। সুপ্রিম কোর্টের তরফে এ বিষয়ে রায় দেওয়া হলে,বিদেশ মন্ত্রকের সহযোগিতায় নিখিল গুপ্তার মুক্তি হতে পারে। চেজ রিপাবলিকের সঙ্গে ভারতের বিদেশ মন্ত্রক আলোচনা চালালে, তবেই নিখিলের মুক্তি নিয়ে আলোর পথ দেখা যেতে পারে। সেই কারণেই শীর্ষ আদালতের দ্বারস্থ নিখিল গুপ্তার পরিবার।
নিখিলের পরিবারের তরফে যে আবেদন করা হয়েছে, সেখানে জানানো হয়, ধৃতের সঙ্গে গুরপতওয়াত সিং পান্নুনের খুনের পরিকল্পনার কোনও যোগ নেই। বেআইনিভাবে তাঁকে আটকে রাখা হয়েছে। শুধু তাই নয়, প্যারাগুয়ের যে জেলে নিখিলকে রাখা হয়েছে, সেখানে তাঁর প্রাণের আশঙ্কা দেখা দিচ্ছে বলেও সুপ্রিম কোর্টের আবেদনে জানায় গুপ্তা পরিবার।