কচ্ছ: ঘূর্ণিঝড় বিপর্যয় (Cyclone Biparjoy) ক্রমশ এগিয়ে আসছে গুজরাটের (Gujarat) দিকে। তার আগে আরব সাগরের উপকূলবর্তী এলাকাগুলি থেকে ইতিমধ্যে ৫০ হাজার মানুষকে সরিয়ে এনেছে প্রশাসন। সরকারি উদ্যোগে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে তাঁদের। বুধবার বিকেলে ভূজ (Bhuj) ও কচ্ছ (Kachchh) অঞ্চলে থাকা শেল্টার হোমগুলিতে (shelter homes) গিয়ে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখেন গুজরাটের সংসদীয় ও উচ্চশিক্ষা দফতরের প্রতিমন্ত্রী প্রফুল্ল পানশেরিয়া (Gujarat Minister Praful Pansheriya)।
দেখুন ভিডিয়ো:
#WATCH | Gujarat Minister Praful Pansheriya visits shelter homes in Bhuj, Kachchh to take stock of the situation. pic.twitter.com/FqX9wiDIaU
— ANI (@ANI) June 14, 2023
পরে এপ্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "কচ্ছ জেলার (Kachchh district) পুরো অংশ ঘূর্ণিঝড় বিপর্যয়ের ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ২৫টি গ্রামের প্রায় ৪ হাজার মানুষকে তাঁদের বাড়ি থেকে সরিয়ে শেল্টার হোমে স্থানান্তরিত করা হয়েছে। এই সমস্ত শেল্টার হোমগুলিতে রাজ্য সরকারের তরফে সমস্ত রকমের বন্দোবস্ত করা হয়েছে।" আরও পড়ুন: Cyclone Biparjoy: প্রচণ্ড ঝড় ও বৃষ্টিতে নিরাপদে চলাফেরা করতে গোটা গ্রাম দড়ি দিয়ে বেঁধেছেন জামনগরের বাসিন্দারা, অভিনব ভিডিয়ো
দেখুন ভিডিয়ো:
#watch | The entire Kachchh district will be affected by Cyclone #Biparjoy. Around 4,000 people from 25 villages have been shifted to safe shelter homes. All arrangements have been made by the state government in these shelter homes: Gujarat Minister Praful Pansheriya pic.twitter.com/lLeWA7VBwO
— ANI (@ANI) June 14, 2023