Vadodara Central Jail (photo credit- IANS)

ভাদোদরা, ২২ সেপ্টেম্বর: ফিনাইল (Phenyl) ও ডিটারজেন্ট (Detergent) খেয়ে গণ আত্মহত্যার (Suicide) চেষ্টা সাতজন বিচারাধীন বন্দির। ঘটনাটি ঘটেছে ভাদোদরা সেন্ট্রাল জেলে (Vadodara Central Jail)। বৃহস্পতিবার পুলিশ একথা জানিয়েছে। বন্দিদের দ্রুত এসএসজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

পুলিশের ডেপুটি কমিশনার অভয় সোনি জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কিছু অভিযোগ তুলে সাত বিচারাধীন বন্দি ফিনাইল বা ডিটারজেন্ট খেয়ে তাঁদের জীবন শেষ করার চেষ্টা করেছিলেন। এর পেছনে আসল উদ্দেশ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি। আরও পড়ুন: DA Case In High Court: ডিএ মামলায় রাজ্যের পুনর্বিবেচনার আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট

হর্ষ লিম্বাচিয়া নামে এক বন্দি অভিযোগ করেছেন যে জেল কর্তৃপক্ষ তাদের টিফিন দেওয়া বন্ধ করে দিয়েছে। টিফন চাইলে ঘুষ দাবি করছে। তাদের ব্যারাকের বাইরে যেতে দেওয়া হয় না এবং জেল বন্দিদের সময়মতো খাবার দেওয়া হয় না।