নতুন দিল্লি, ২৭ ফেব্রুয়ারি: দিল্লিতে সংঘর্ষে (Delhi Violence) মৃতের সংখ্যা পৌঁছালো ২৮-এ। বৃহস্পতিবার সকালে সংবাদ সংস্থা এএনআই-এর রিপোর্ট অন্তত তাই বলছে। তেঘ বাহাদুর হাসপাতালের যখন মৃতের সংখ্যা ২৮ তখন জানা গেল লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার দিল্লির উত্তর পূর্বাংশের বেশকিছু এলাকায় সংঘর্ষ অব্যাহত ছিল। সেসব জায়গাতেই টহল দিল দিল্লি পুলিশ। সংঘর্ষ প্রবণ এলাকা পরিদর্শনের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিস্তারিত রিপোর্ট দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। গতকালি দিল্লি পুলিশ জানিয়েছে, এই সংঘর্ষে জড়িত সন্দেহে ১০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৮টি এফআইআর দায়ের হয়েছে। আরও পড়ুন-Sambit Patra On Delhi Violence: ট্রাম্পের সফরকালে কেন্দ্রকে ব্ল্যাকমেল করতেই দিল্লিতে অশান্তির আগুন জ্বালিয়েছে সিএএ বিরোধীরা, বললেন সম্বিত পাত্র
Delhi: 1 more death at Guru Teg Bahadur (GTB) Hospital, taking the total deaths to 28 in the city, including 2 deaths at Lok Nayak Jai Prakash Narayan (LNJP) hospital. #DelhiViolence pic.twitter.com/gKrt6XnJUX
— ANI (@ANI) February 27, 2020
সোমবার থেকে জ্বলছে দিল্লি। প্রথম একেবারা না জানার ভান করে থাকার পর বুধবার বারবেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বার্তায় শান্তি সৌভাতৃত্ব বজায় রাখার জন্য দেশবাসীকে অনুরোধ করেন। তিনি বলেন, “শান্তি ও সম্প্রীতি আমাদের নৈতিকতা। আমি দিল্লির ভাইবোনদের শান্তি ও সৌভাতৃত্ব বজায় রাখার আবেদন করছি। সবকিছুর আগে দিল্লিকে এখন শান্ত হতে হবে। স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে।”