নতুন দিল্লি, ৮ মার্চ: ৭৫ বছরের স্বাধীনতা দিবস (75 Years of Independence Day) উপলক্ষে সারা বছর ধরে বিভিন্ন প্রদর্শনী, অনুষ্ঠান এবং পর্যটনে আকর্ষণীয় আয়োজন করতে চলেছে নরেন্দ্র মোদি সরকার। অগস্ট ২০২১ থেকেই শুরু হবে একবছর ব্যাপী এই অনুষ্ঠান। এক বছর এই কর্মসূচি ও প্রকল্পের লক্ষ্য সরকারের পরিচালনা, উন্নয়ন, সংস্কার, অগ্রগতি এবং বছরের পর বছর ধরে নীতিমালা প্রদর্শন করা। ১২ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৯১-তম ডান্ডি উৎসবের সূচনার মধ্যে দিয়ে শুরু করবেন।
২০২২ সালে ভারত ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন করবে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক মহাত্মা গান্ধী, বল্লভভাই প্যাটেল এবং সুভাষ চন্দ্র বসুর মতো মুক্তিযোদ্ধাদের জীবন কাহিনী, তাদের সম্পর্কিত তথ্য এই প্রদর্শনীতে অন্তর্ভুক্ত করা হবে। ইতিমধ্যে, সমস্ত রাজ্য সরকারগুলি এই উৎসব উপলক্ষে তাদের নিজস্ব পরিকল্পনা রাখতে পারবে। আরও পড়ুন, বিজেপিতেই গেলেন সোনালি গুহ, দীপেন্দু বিশ্বাস, রবীন্দ্রনাথ ভট্টাচার্য-সহ একঝাঁক নেতামন্ত্রীরা, রয়েছেন অভিনেত্রী তনুশ্রীও
পর্যটন প্রচারের মাধ্যমে ২০২২-এ ভিজিট ইন্ডিয়া বছর হিসাবে উদযাপন করবে গোটা দেশ। ২০২২ সালে অনুষ্ঠিত 'ভিজিট ইন্ডিয়া ইয়ার' ভারতের ঐতিহ্য, যোগব্যায়াম, সংস্কৃতি এবং শিল্পের উপর জোর দেওয়া হবে। এছাড়াও, ভারতের প্রতিটি রাজ্যে, নির্দিষ্ট সাইটগুলি 'দেখো আপনা দেশ প্রকল্প' এর আওতায় প্রচার করার জন্য চিহ্নিত করা হবে। ভারতে 'আজাদি কা অমৃত মহোৎসব' অনুষ্ঠানটি ১৫ অগস্ট, ২০২২-এ শুরু হবে, শেষ হবে ১৫ অগস্ট ২০২৩-এ।