One nation One election: এক দেশ, এক নির্বাচন-এর সম্ভাবনা খতিয়ে দেখতে রামনাথ কোবিন্দের নেতৃত্ব গঠিত ৮ সদস্যের কমিটি
প্রতীকী ছবি (Photo Credit: Wikipedia)

নয়াদিল্লি: এক দেশ, এক নির্বাচন (One nation, One election)-এর সম্ভাবনা খতিয়ে দেখতে শনিবার আট সদস্যের একটি কমিটি  (committee) গঠন করল (constitutes) কেন্দ্রীয় সরকার (Govt of India)। এই কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে (Former President Ram Nath Kovind)।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah), কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Congress MP Adhir Ranjan Chowdhury), রাজ্যসভার প্রাক্তন বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ (Former Rajya Sabha LoP Ghulam Nabi Azad)-সহ অন্যান্যরা। আরও পড়ুন: