Congress MLA Ravi Naik resigns from the membership of the House. (Photo Credits: Twitter)

মারগাঁও, ৭ ডিসেম্বর: গোয়া কংগ্রেসে (Goa Congress) ভাঙন অব্যাহত। এবার কংগ্রেস ছেড়ে বিজেপি (BJP)-তে যোগ দিতে চলেছে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এক সময়ে রাজ্যে হাত চিহ্নের মুখ রবি সীতারাম নায়েক (Ravi Naik)। রবি নায়েক আজ বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন। মহারাষ্ট্রের বিজেপি নেতা তথা দেবেন্দ্র ফডনবিশের উপস্থিতিতে রবি সীতারাম নায়েক এবার বিজেপিতে যোগ দিতে পারেন বলে খবর।

প্রসঙ্গত, এর আগে গোয়ার প্রাক্তন কংগ্রেসী মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিয়েছেন। ২০১৭ বিধানসভা নির্বাচনে গোয়া কংগ্রেস জিতেছিল ১৭টি আসনে, বিজেপি জেতে ১৩টি-তে। এরপর ১৪ জন কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ায় রাজ্যে সরকার পদ্ম সরকার গড়া হয়। আরও পড়ুন: বিহারের স্বাস্থ্যকেন্দ্রের টিকা প্রাপকের তালিকায় প্রিয়ঙ্কা চোপড়া, মোদি, শাহ, সনিয়া! ব্যাপারটা কী?

দেখুন টুইট

এদিকে, গোয়ার (Goa) রাজনীতিতে ইতিমধ্যেই ঝড় তুলেছে তৃণমূল (TMC)। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ একঝাঁক নামী রাজনীতিবিদ ইতিমধ্যেই দিদির দলে যোগ দিয়েছেন। বাংলার বড় বড় তৃণমূল নেতা-নেত্রীরা গোয়ায় ঘাঁটি গেরে দলের ভিত তৈরির চেষ্টা করছেন। এর মধ্যেই রাজনৈতিক স্তরে গোয়ায় বড় সাফল্যের পথে তৃণমূল।

এক সময় গোয়ার রাজনীতিতে বড় পার্টি মহারাষ্ট্রবাদী গোমান্তক পার্টি (Maharashtrawadi Gomantak Party ) বা 'এমজিপি' (MGP), বর্তমানে বিজেপির শরিক দল তৃণমূলের সঙ্গে জোট বাঁধতে চলেছে। চলতি সপ্তাহেই তৃণমূল, এমজিপি জোটের ঘোষণা হতে পারে। গোয়া বিধানসভায় এমজিপি-র একজন বিধায়ক আছে। ২০১৭ গোয়া বিধানসভায় এমজিপি জোট করেছিল বিজেপির সঙ্গে। এদিকে, আম আদমি পার্টিও গোয়ায় ভাল ফল করতে যাবতীয় পরিশ্রম করছে।