নয়াদিল্লিঃ ঘুরতে বেড়িয়ে আর বাড়ি ফেরেনি। একদিন পর গ্রামের একটি গাছ থেকে নিখোঁজ নাবালিকার (Minor Girl) ঝুলন্ত দেহ উদ্ধার। গণধর্ষণ (Gang Rape) করে খুন (Murder) বলে অভিযোগ পরিবারের। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু'জনকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে ওড়িশার কেওনঝড় জেলার হরিচন্দ্রপুরে।
গ্রাম থেকে উদ্ধার নাবালিকার ঝুলন্ত দেহ, গণধর্ষণ করে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান
জানা গিয়েছে, সোমবার বিকেলে আশেপাশেই ঘুরতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় ওই নাবালিকা। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও মেয়ে বাড়িতে না ফেরাত দুশ্চিন্তায় পড়ে বাবা-মা। ফোন বন্ধ থাকায় বারবার ফোন করেও সাড়া মেলে না। এপরই মঙ্গলবার সকালে গ্রামেরই একটি নির্জন জায়গা থেকে উদ্ধার হয় তাঁর রক্তাক্ত দেহ। গলায় ফাঁস দেওয়া থাকলেও এটি আত্মহত্যা নয়। খুন করে তাঁকে ওই গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অনুমান পুলিশের। নাবালিকার উপর শারীরিক অত্যাচার করা হয়েছে বলেও প্রাথমিক তদন্তে অনুমান। ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রামেরই দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাড়ি থেকে নিখোঁজ নাবালিকা, গ্রামের গাছ থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, গণধর্ষণ করে খুন বলে অভিযোগ পরিবারের
Odisha Shocker: 17-Year-Old Girl’s Body Found Hanging From Tree in Keonjhar District, Family Alleges Gang-Rape and Murder; Case Registered#Odisha #Murder #CrimeNews
— LatestLY (@latestly) June 18, 2025
Read: https://t.co/ap8trdJARi
— LatestLY (@latestly) June 18, 2025