Union Minister Giriraj Singh (Photo Credits: ANI)

নয়া দিল্লি, ২ অগাস্টঃ অধিবেশন চলাকালীন সংসদের অন্দরে এবং বাইরে 'মিথ্যা' ছড়াচ্ছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। শুক্রবার বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং (Giriraj Singh)। তিনি আরও বললেন, দেশের জন্যে এটা দুর্ভাগ্য যে রাহুল গান্ধী সংবিধানিক পদে লোকসভার বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার গভীর রাতে কংগ্রেস সাংসদ নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে জানান, গত কয়েকদিন আগে সংসদে তাঁর করা 'চক্য়ব্যূহ' মন্তব্যে ভালো চোখে দেখেনি কেন্দ্রীয় সরকার। তাঁর বিরুদ্ধে তদন্ত চালানোর পরিকল্পনা করছে ইডি। রাহুল এও দাবি করেন, তদন্তকারী সংস্থার 'ভিতরের লোক' তাঁকে এই খবরটি দিয়েছেন। বিরোধী দলনেতার এই অভিযোগকে হাওয়ায় উড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, 'উনি বলুক ওনাকে কোন আধিকারিক ফোন করেছিলেন'।

কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী, দেখুন...

গিরিরাজের অভিযোগ, "সংসদের অন্দরে তো মিথ্যা বলছেনই, সংসদের বাইরেও 'ভ্রম' ছড়াচ্ছেন উনি'। জাতগণনার দাবি জানিয়ে তিনি লজ্জিত তাই নিজের লজ্জা ঢাকতে এখন দেশের জনগণের মধ্যে মিথ্যা ছড়াচ্ছেন। তাঁর মত 'মিথ্যাবাদী' লোকসভার বিরোধী দলনেতা দেখেননি বলেই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী।

রাহুল গান্ধীর করা টুইট...