Petrol Price (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ১৯ অক্টোবর: মঙ্গলবার ১৯ অক্টোবরেও পেট্রোপণ্যের দাম (Petrol and Diesel Prices) অপরিবর্তিত রাখল তেল সংস্থাগুলি। এনিয়ে দ্বিতীয় দিন জ্বালানি তেলের মূল্য একই জায়গায় স্থির। দেশজুড়ে পেট্রোল ডিজেলের মূল্য এখন আকাশছোঁয়া। দেশের বিভিন্ন শহরে পেট্রোলের মূল্য ১০০-র গণ্ডী ছাড়িয়েছে অনেকদিন হল। দিল্লিতে লিটার প্রতি পেট্রোল বিকোচ্ছে ১০৫ টাকা ৮৪ পয়সায়। ডিজেলের লিটার প্রতি দাম ৯৪ টাকা ৫৭ পয়সা। আজ মঙ্গলবার মুম্বইতে ১ লিটার পেট্রোল বিক্রি হয়েছে ১১১ টাকা ৭৭ পয়সায়। ডিজেলের মূল্য ১০২ টাকা ৫২ পয়সা। গত ২৯ মে মুম্বইতে পেট্রোলের মূল্য ১০০ টাকা ছাড়িয়ে যায়। সেই দিন থেকে পেট্রোলের মূল্য যত দিন যাচ্ছে ততই হু হু করে বাড়ছে। আরও পড়ুন-Coronavirus Cases In India: ১১৮ দিনে সর্বনিম্ন অ্যাক্টিভ কেস, দেশে দৈনিক সংক্রামিত ১৩ হাজার ৫৮ জন

দেশের আর এক মেট্রো শহর কলকাতাও এই তালিকার বাইরে নেই। রাত পোহালেই লক্ষ্মীপুজো। এমনিতে বাজার আগুন। তাতে অগ্নিমূল্য পেট্রোপণ্য। ১০৬ টাকা ৪৩ পয়সা দিলে কলকাতায় মিলবে এক লিটার পেট্রোল। ৯৭ টাকা ৬৮ পয়সায় বিকোচ্ছে ডিজেল। আবার চেন্নাইতে ১০৩ টাকা ১ পয়সা লিটার প্রতি পেট্রোলের দাম। এক লিটার ডিজেল বিকোচ্ছে ৯৮ টাকা ৯২ পয়সায়।