নতুন দিল্লি, ১৯ অক্টোবর: সোমবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ১৩ হাজার ৫৮ জন। ২৩১ দিনে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনার বলি ১৬৪ জন। হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন ১৯ হাজার ৪৭০ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট কোভিড রোগীর সংখ্যা ৩ কোটি ৪০ লাখ ৯৪ হাজার ৩৭৩ জন। এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ১ লাখ ৮৩ হাজার ১১৮টি। ২২৭ দিনে সর্বনিম্ন অ্যাক্টিভ রোগীর সংখ্যা এখনই। ইতিমধ্যেই করোনাকে জয় করেছেন ৩ কোটি ৩৪ লাখ ৫৮ হাজার ৮০১ জন। এখনও পর্যন্ত করোনার মৃত্যুমিছিলে শামিল ৪ লাখ ৫২ হাজার ৪৫৪ জন। আরও পড়ুন-Eid-E-Milad-un-Nabi Greetings: নবি দিবসে দেশবাসীর জন্য শান্তি, সমৃদ্ধি কামনা করলেন প্রধানমন্ত্রী
করোনার দৈনিক পরিসংখ্যান
India reports 13,058 new COVID cases (lowest in 231 days), 19,470 recoveries& 164 deaths in last 24 hrs as per Health Ministry
Total cases: 3,40,94,373
Active cases: 1,83,118 (lowest in 227 days)
Total recoveries: 3,34,58,801
Death toll: 4,52,454
Total Vaccination: 98,67,69,411 pic.twitter.com/Ep6ZPnkshZ
— ANI (@ANI) October 19, 2021
দেশে টিকাকরণের আওতায় এসেছেন ৯৮ কোটি ৬৭ লাখ ৬৯ হাজার ৪১১ জন। রাজ্যে করোনা পরিস্থিতি নিয়্ন্ত্রণে রাখতে পুজোর পর থেকেই জোর কদমে শুরু হয়েছে টিকাকরণ প্রক্রিয়া। সেই সঙ্গে সামান্য উপসর্গ দেখা গেলেই চলছে কোভিড টেস্ট। যাতে কালীপুজোর আগে অসুস্থতা মিটিয়ে ফেলা যায়।