প্রতীকী ছবি (Photo Credits: Getty Images)

মথুরা, ২ নভেম্বর: যোগীর রাজ্যে (Uttar Pradesh) এবার বিনা অনুমতিতে মন্দিরের মধ্যেই নামাজ পড়ল দুই যুবক। ইতিমধ্যেই এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে চার জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। জানা গিয়েছে, নামাজ আদায়কারী দুই যুবক হল ফয়জল আহমেদ ও চাঁদ মহম্মদ। তারা যখন নামাজ পড়ছিল তখন গোটা দৃশ্যটি মোবাইলবন্দি করে অলোক রতন ও নীলেশ গুপ্তা নামেরও আরও দুই যুবক। তারপর সেই ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হলেই শেয়ারের পর শেয়ার আর তা থেকে চাঞ্চল্য ছড়িয়েছে। মন্দিরের মধ্যে নামাজের ভিডিও দেখতে পেয়েই কানহা থানায় রবিবার রাতে অভিযোগ দায়ের করেন মুকেশ গোস্বামী ও শিবহরি গোস্বামী। আরও পড়ুন-Happy Birthday Shah Rukh Khan: ৫৫-য় পা শাহরুখের, টুইটারে চার্মিং ব্রাদারকে জন্মদিনের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

চাঞ্চল্যকর ঘটনাটি গত ২৯ অক্টোবর বেলা ১২.৩০ মিনিটে উত্তর প্রদেশের মথুরার নন্দ গাঁওয়ের নন্দবাবা মন্দিরে ঘটেছে। এফআইআর থেকেই জানা গিয়েছে, অভিযুক্ত চারজন দিল্লির ‘খোদাই খিদমতগর’ সংগঠনের সদস্য। চাঁদ মহম্মদ ও ফয়জল আহমেদ মন্দির কর্তৃপক্ষকে পুরোপুরি অন্ধকারে রেকেই সেখানে নামাজ পড়ে। এজন্য কোনওরকম অনুমতিও নেওয়া হয়নি। এই কাজ হিন্দু সম্প্রদায়ের আবেগে আঘাত হেনেছে। এই ছবির যাতে অপব্যবহার না হয় তারজন্য আমরা উদ্বিগ্ন। গোটা ঘটনার পিছনে কোনও বৈদেশিক লেনদেনের সংযোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখতে হবে। সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর উদ্দেশ্যে ঘটনাটি ঘটানো হয়েছে কি না তা-ও জানার চেষ্টা চলছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩-র এ, ২৯৫ ও ৫০৫ ধারায় মামলা রুজু হয়েছে। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এ়াতে মন্দির লাগোয়া এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে উত্তর প্রদেশ পুলিশ।