শ্রীনগর, ১৯ জুন: উপত্যকার (Jammu & Kashmir) অবন্তিপোরার পাম্পোর এলাকার মিজ, সেখানেই আত্মগোপন করে আছে জঙ্গির দল। গোপনসূত্রে খবর পেয়ে ওই গ্রামে অভিযান চালায় সেনা। সেনার উপস্থিতি টের পেয়ে লুকোনো জায়গা থেকেই গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গির দল। পাল্টা দবাব দিতে দেরি করেনি সেনা। এনকাউন্টারে ঝাঁঝরা হয়ে গিয়েছে ২ জঙ্গি। বুধবার রাত থেকে শুরু হওয়া এই এনকাউন্টারের এখনও পর্যন্ত খতম ৩ জঙ্গি। বৃহস্পতিবার নিকেশ হয়েছে আর এক জঙ্গি। মুনান্দ ও সোপিয়ানে সেনা এনকাউন্টারে খতম হয়েছে আর এক জঙ্গি। মিজ গ্রামে এক জঙ্গি পুলিশে ও সেনার যৌথ এনকাউন্টারে খতম হলে প্রাণ বাঁচাতে স্থানীয় মসজিদে ঢুকে পড়ে বাকি ২ জঙ্গি। আরও পড়ুন-AAP, RJD: চিন প্রশ্নে প্রধানমন্ত্রীর ডাকা সর্বদলীয় বৈঠকে আমন্ত্রিত নয় আরজেডি, আপ; টুইটারে প্রশ্ন তুললেন তেজস্বী যাদব
Both ongoing operations resumed in morning today. At Meej in Pampore after killing of one terrorist, 2 others entered local Jamia mosque which is a huge structure. Restraint exercised & only limited tactics used. Operation team on job: DGP Dilbag Singh, J&K Police (file pic)(1/2) pic.twitter.com/UAAdfS6S4h
— ANI (@ANI) June 19, 2020
Two terrorists hiding in the mosque also neutralised by the operation party. With this, all three terrorists trapped at Meej, Pampore are neutralised. Further search of the area is on: DGP Dilbag Singh, J&K Police (file pic) pic.twitter.com/SrogZ0Yld1
— ANI (@ANI) June 19, 2020
এই প্রসঙ্গে জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজিপি দিলবাগ সিং বলেছেন, এনকাউন্টারে হত জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি। মুনান্দ ও সোপিয়ানে লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি। ইতিমধ্য়ে আরও ২ জহ্গি নিকেশ হয়েছে। সবমিলিয়ে আজ সেনা জঙ্গি গুলির লড়াইয়ে খতম চার জঙ্গি। গত ১২দিনে এনিয়ে উপত্যকায় সেনার গুলিতে হাপিস ১৮ জঙ্গি। গত ১৬ জুন সোপিয়ানে তুর্কাঙ্গম এলাকায় সেনার গুলিতে নিকেশ হত ৩ জঙ্গি।