নতুন দিল্লি, ২৫ আগস্ট: প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জির (Pranab Mukherjee) শারীরিক অবস্থা সংকট জনক। মঙ্গলবার এই তথ্য জানালো দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালের মেডিক্যাল বুলেটিন। সোমবার থেকে প্রণব মুখার্জির শারীরিক অবস্থার কোনও পরিবর্তন ঘটেনি। গত ১০ আগস্ট তারিখে ৮৪ বছরের প্রণববাবুকে একটি জীবনদায়ী অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যেতে হয়। বাথরুমে পড়ে গিয়ে তাঁর মাথায় রক্ত জমাট বেঁধে গিয়েছিল। সেটিরই অপারেশন হয় সেদিন। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে ক্রমশ। শেষ ১৫ দিন ধরে কোমায় রয়েছেন তিনি। এর মধ্যেই তাঁর ফুসফুসে সংক্রমণ দেখা দেওয়ায় শারীরিক অবস্থা আরও সংকটজনক হয়ে পড়ে। আরও পড়ুন-Dalai Lama: দলাই লামার উপরে নজরদারি করতে গিয়ে ধৃত ২, কড়া নিরাপত্তার চাদরে ঢেকেছে তিব্বতী আধ্যাত্মিক গুরুর বাসভবন
There is no change in the medical condition of former president Pranab Mukherjee (in file pic) since yesterday. He continues to be on ventilator support and his vital parameters are stable: Army Hospital (R&R), Delhi Cantt pic.twitter.com/RytngCEl8V
— ANI (@ANI) August 25, 2020
গত ২০ আগস্ট আর্মি হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয় যে প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থার সামান্য উন্নতি ঘটেছে। তবে তিনি ভেন্টিলেশন সাপোর্টেই রয়েছেন। মাথায় জমা রক্তের ক্লট অস্ত্রোপচারের জন্য প্রণব মুখার্জি যখন সেনা হাসপাতালে ভর্তি হন, সেই সময় তাঁক কোভিড-১৯ টেস্ট পজিটিভ আসেষ নিজেই টুইট করে সংক্রমণের কথা জানিয়েছিলেন। এমনকী, তাঁর সংস্পর্শে আসা প্রত্যেককে কোয়ারেন্টাইনে যাওয়ার আর্জিও জানান প্রাক্তন রাষ্ট্রপতি। তবে অস্ত্রোপচারের পর থেকেই লাইভ সেভিংস সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। মাঝে তাঁর মৃত্যুর গুজবও ছড়িয়েছিল। যে ঘটনায় দারুণ বিরক্ত হন প্রণববাবুর ছেলে অভিজিৎ মুখার্জি ও মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি।