নতুন দিল্লি, ২৯ অগস্ট: এখনও গভীর কোমায় (Coma) রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee) এবং তিনি হেমোডাইনামিকভাবে সুস্থ (Haemodynamically Stable) রয়েছেন। শনিবার মেডিক্যাল বুলেটিনে একথা জানিয়েছে দিল্লির সেনা হাসপাতাল। হাসপাতালের তরফে বলা হয়েছে, “প্রণব মুখোপাধ্যায় গভীর কোমাতে এবং ভেন্টিলেটরে রয়েছেন। ফুসফুসের সংক্রমণ এবং রেনাল ডিসফাংশনের জন্য তার চিকিৎসা করা হচ্ছে। তিনি হেমোডাইনামিক্যালি ঠিকই রয়েছেন।”
যদি কোনও রোগীর রক্তচাপ এবং হৃৎস্পন্দন স্থিতিশীল হয়, তবে তাঁকে হেমোডাইনামিকভাবে ঠিকই রয়েছেন হিসাবে বিবেচনা করা হয়। তাঁর বয়স হয়েছে ৮৪ বছর। ১০ অগস্ট তিনি আর্মি হাসপাতালে ভর্তি হন। তার একদিন আগে রাজাজি মার্গের নিজের বাসভবনে পড়ে যান। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে জটিল অস্ত্রোপচার করা হয়। এরপর তিনি করোনাভাইরাসেও আক্রান্ত হন। কিন্তু অস্ত্রোপচারের পরে আর জ্ঞান ফেরেনি তাঁর। এর পরে গভীর কোমায় চলে যান প্রাক্তন রাষ্ট্রপতি। আরও পড়ুন, স্বামীকে খুন করে বেডরুমে পুঁতে থানায় আত্মসমর্পণ যুবতির
Former President Pranab Mukherjee (in file pic) is being treated for lung infection. His renal parameters have improved. He continues to be in deep coma and on ventilator support. He remains haemodynamically stable: Army Hospital (R&R), Delhi Cantonment pic.twitter.com/a2T9qc24YG
— ANI (@ANI) August 29, 2020
প্রণব মুখোপাধ্যায় ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের ১৩ তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন।