নতুন দিল্লি, ১৩ অক্টোবর: হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh)। তাঁর জ্বর এবং দুর্বলতা রয়েছে। তাঁকে এইমসে (AIIMS) ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, চিকিৎসক নীতিশ নায়েকের তত্ত্বাবধানে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।
হাসপাতাল সূত্রে খবর, শারীরিক দুর্বলতা অনুভব করছেন মনমোহন সিং। সঙ্গে সামান্য জ্বরও রয়েছে। পাশাপাশি শ্বাসকষ্ট জনিত সমস্যাও রয়েছে।
Former Prime Minister Dr. Manmohan Singh admitted to All India Institute of Medical Sciences, Delhi
(file photo) pic.twitter.com/SAm5NOpeiF
— ANI (@ANI) October 13, 2021
এই বছরের মার্চ মাসে ৮৮ বছরের কংগ্রেস নেতা ও রাজ্যসভার সদস্য মনমোহন সিং কোভিডে আক্রান্ত হন। ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত, টানা ১০ বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। তার আগে পিভি নরসিমহা রাও সরকারের আমলে দেশের অর্থমন্ত্রী হন। তাঁর আমেলই দেশে মুক্ত বাণিজ্যের দ্বার খুলে দেওয়া হয়।