
বৃহস্পতিবার ভোরে উত্তর প্রদেশের লখনউয়ের কাছে মোহনলালগঞ্জ এলাকায় বিহার (Bihar) থেকে দিল্লি (New Delhi) যাওয়ার পথে হঠাৎই চলন্ত বাসে আগুন লেগে মৃত্যু হলো ৫ জনের। জানা গেছে, এর মধ্যে দু’জন শিশুও রয়েছে।আজ সকালে ঘটনাটি ঘটেছে লখনৌয়ের (Lucknow) কিষাণ পথ এলাকায়। বিহার–দিল্লি ((Bihar to Delhi) রুটের বেসরকারি বাসে ৬০ জনের বেশি যাত্রীকে নিয়ে বেগুসরাই থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল দূরপাল্লার বাসটি। বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ বাস যখন লখনউ-রায়বেরেলি সড়কের মোহনলালগঞ্জ এলাকা (Mohanlalgaunj,Lucknow)-য় পৌছাতেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ডবল ডেকার স্লিপার বাসটিতে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। আতঙ্কে প্রাণ হাতে বাসের জানলা দিয়ে ঝাঁপ দেন যাত্রীরা। আগুন লাগার পর স্থানীয় মানুষ যাত্রীদের উদ্ধার করতে এগিয়ে যান। তবে এমনভাবে আগুন ছড়িয়ে পড়ে যে উদ্ধারের উপায় ছিল না।
প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় বাসটি থেকে ধোঁয়া বের হচ্ছিল। কিছুদূর গিয়ে চালক বাস থামিয়ে গা ঢাকা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, চালকের বাঁ পাশের দরজাটি আটকে যাত্রীর বসার জায়গা করা ছিল। ফলে দরজা খুলে বেরনোর সুযোগ পাননি বহু যাত্রী। গ্রামবাসীরা জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনলেও দম বন্ধ এবং দগ্ধ হয়ে মারা যান পাঁচজন।ঘটনার পরেই পালিয়ে যায় বাসের চালক ও কন্ডাক্টর। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ।আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ। তবে বাসের ব্রেকও অচল (break failed) ছিল বলে প্রত্যক্ষদর্শীদের বিররণ থেকে অনুমান পুলিশের। অনেকেই লক্ষ্য করেছেন আগুন লাগার পরও চালক গাড়ি থামাননি। অনেকটা দূরে গিয়ে বাসটি থামে। ততক্ষণে গোটা বাসে আগুন ছড়িয়ে পড়ে।
Uttar Pradesh Chief Minister Yogi Adityanath(@myogiadityanath) has taken note of the bus fire incident in Lucknow. He also expressed condolences to the families of those who lost their lives and instructed officials to expedite relief operations and ensure proper treatment for… pic.twitter.com/7AdrbN1vet
— Press Trust of India (@PTI_News) May 15, 2025
এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Uttar Pradesh Chief Minister Yogi Adityanath )। মুখ্যমন্ত্রী
লখনউতে বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং ত্রাণ কার্যক্রম দ্রুততর করতে এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।