জম্মু, ১৯ ডিসেম্বর: ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন ফারুক আবদুল্লা (Farooq Abdullah )। কাশ্মীরি পণ্ডিতদের (Kashmiri Pandit) যেভাবে মৃত্যু এবং হুমকির ঘটনা সামনে আসছে তার জেরেই এবার ফের মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন ফারুক আবদুল্লা। ইন্ডিয়া টুডের সাক্ষাৎকারে ফারুক আবদুল্লা বলেন, উপত্যকায় শান্তি ফেরানোর নামে কাশ্মীরি পণ্ডিতদের বলির পাঁঠা করা হচ্ছে। জম্মু কাশ্মীরে মিথ্য শান্তি প্রতিষ্ঠার নামে কাশ্মীরি পণ্ডিতদের মোদী সরকার বলির পাঁঠা করছে বলেও তোপ দাগেন ন্যাশনাল কনফারেন্স প্রধান।
আরও পড়ুন: J&K: কাশ্মীরি পণ্ডিত খুনের বদলা, ৩ জঙ্গিকে খতম করল সেনা, রাহুল ভাটের স্ত্রীকে চাকরির আশ্বাস সরকারের
ফারুক আবদুল্লার আরও দাবি, কাশ্মীরে শান্তি ফিরে এসেছে বলে যে দীর্ঘ দাবি করা হয় মোদী সরকারের তরফে, তা ভেঙে পড়তে শুরু করেছে। গত সপ্তাহেও কুখ্যাত জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার তরফে কাশ্মীরি পণ্ডিতদের হুমকি দেওয়া হয়। ক্রমাগত এই হুমকির বহর আরও বাড়ছে বলেও অভিযোগ করেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
সম্প্রতি কাশ্মীরি পণ্ডিতদের একের পর এক খুনের ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করে। যা নিয়ে প্রায় গোটা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়।