File image of Arnab Goswami, Mumbai Police Commissioner Parambir Singh | (Photo Credits: PTI/YouTube Screengrab)

মুম্বই, ৮ অক্টোবর: মুম্বই পুলিশ কমিশনার (Mumbai Police Commissioner) পরমবীর সিংয়ের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার হুঁশিয়ারি রিপাবলিক টিভি-র এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামীর (Arnab Goswami)। টাকা দিয়ে টিআরপি কেনার অভিযোগ উঠেছে রিপাবলিক টিভির বিরুদ্ধে। ২ হাজারেরও বেশি টিআরপি টাকা দিয়ে কিনে নেওয়ার অভিযোগ উঠেছে এই চ্যানেলটির বিরুদ্ধে। মুম্বই পুলিশের এই দাবিকে পুরোপুরি নস্যাৎ করলেন অর্ণব গোস্বামী। পড়ুন: Fake BARC TRP Ratings Racket: চাঞ্চল্যকর তথ্য ফাঁস! ভুয়ো টিআরপি রেটিংয়ের জালে রিপাবলিক টিভি-সহ ২ চ্যানেল

রিপাবলিক টিভির বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনার জন্য আদালতের কাছে যেতেও প্রস্তুত দেশের প্রথম সারির অন্যতম সঞ্চালক অর্ণব গোস্বামী। পাশাপাশি মুম্বই পুলিশ কমিশনারের বিরুদ্ধে অবিলম্বে মানহানির মামলা দায়ের করার বিষয়টিও স্পষ্ট করেছেন তিনি। অর্ণব গোস্বামীর দাবি, সুশান্ত সিং রাজপুতের মামলার থেকে দৃষ্টি সরানোর জন্যই এই ঘৃণ্য কাজটি করছে মুম্বই পুলিশ। শাহীনবাগ থেকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু এবং হাথরস গণধর্ষণ কাণ্ডের মত বিষয়ে রিপাবলিক টিভি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই এবার দেশবাসীর উদ্দেশে অর্ণবের আর্জি, 'ন্যায়ের পাশে থাকুন'।

মুম্বই পুলিশ কমিশনার পরমবীর সিং বলেন, কমবেশি ২ হাজার পরিবারের উপর ভিত্তি করে এই টিআরপি রেটিং করা হয়। এই ২ হাজার পরিবারকেই টাকার বিনিময়ে বাধ্য করা হয় রিপাবলিক টিভি-সহ দুই স্থানীয় চ্যানেল দেখার জন্য। প্রতিটি পরিবারকে এর বদলে দেওয়া হয়েছিল ৪০০ থেকে ৫০০ টাকা। রিপাবলিক টিভি ছাড়া আর দু'টি স্থানীয় চ্যানেলের মধ্যে রয়েছে ফাকত মারাঠি (Fakt Marathi) এবং বক্স সিনেমা (Box Cinema)। এই দুই স্থানীয় চ্যানেলের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।