নয়াদিল্লি, ৮ অক্টোবর: চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। এবার ভুয়ো টিআরপি রেটিংয়ের (Fake BARC TRP Ratings Racket ) অভিযোগ সংবাদমাধ্যমের বিরুদ্ধে। বৃহস্পতিবার স্থানীয় দুই চ্যানেলের কর্মীকে গ্রেফতার করেছে মুম্বই (Mumbai Police) পুলিশ। ভুয়ো বার্ক টিআরপি রেটিং ব়্যাকেট চালানোর অভিযোগে গ্রেফতার ২। মুম্বই পুলিশ কমিশনার পরমবীর সিং জানালেন, স্থানীয় দু'টি সংবাদ চ্যানেল-সহ রিপাবলিক টিভি জড়িত এই ভুয়ো টিআরপি ব়্যাকেটে। আরও পড়ুন: Kolkata: জীবাণুমুক্ত করার জন্য আগামীকাল ও পরশু বন্ধ থাকছে নবান্ন
এদিন দুপুরে প্রেস কনফারেন্স করেন মুম্বই পুলিশ কমিশনার পরমবীর সিং। তিনি বলেন, কমবেশি ২ হাজার পরিবারের উপর ভিত্তি করে এই টিআরপি রেটিং করা হয়। এই ২ হাজার পরিবারকেই টাকার বিনিময়ে বাধ্য করা হয় রিপাবলিক টিভি-সহ দুই স্থানীয় চ্যানেল দেখার জন্য। প্রতিটি পরিবারকে এর বদলে দেওয়া হয়েছিল ৪০০ থেকে ৫০০ টাকা। রিপাবলিক টিভি ছাড়া আর দু'টি স্থানীয় চ্যানেলের মধ্যে রয়েছে ফাকত মারাঠি (Fakt Marathi) এবং বক্স সিনেমা (Box Cinema)। এই দুই স্থানীয় চ্যানেলের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।