S Jaishankar, Donald Trump (Photo Credit: Instagram)

দিল্লি, ৪ জুলাই: জয়শঙ্করের (S Jaishankar) সঙ্গে দেখা করবেন  না ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এমনই একটি খবর নাকি হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে। যার উত্তরে গোটা ঘটনাকে নস্যৎ করল ভারত। বিদেশ মন্ত্রকের কথায়, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জয়শঙ্কর দেখা করতে চেয়েছেন এবং তা খারিজ হয়েছে বলে যে খবর ছড়িয়েছে, তা পুরোপুরি ভুয়ো। এর সঙ্গে সত্যের কোনও যোগ নেই বলে স্পষ্ট জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে।

২০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত জয়শঙ্কর (S Jaishankar) মার্কিন মুলুকে রয়েছেন। এই সময় আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তিনি সাক্ষাৎ করতে চান বলে দাবি করা হয় একটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের তরফে। শুধু তাই নয়, জয়শঙ্করের ওই আবেদন হোয়াইট হাউস খারিজ করে দেয় বলেও ওই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দাবি করে। যার উত্তরে বিদেশ মন্ত্রক বাধ্য হয় মুখ খুলতে। এমন কোনও আবেদন বিদেশ মন্ত্রকের তরফে করা হয়নি বলে জানিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: Trump Tariff: পয়লা অগাস্ট থেকে ভারত সহ বিশ্বের সব দেশের ওপর ট্রাম্প শুল্ক কার্যকর মার্কিন প্রশাসনের

কী জানানো হল বিদেশ মন্ত্রকের তরফে...

 

বিদেশ মন্ত্রকের তরফে যে ফ্যাক্ট চেক করা হয় এ বিষয়ে, সেখানেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জয়শঙ্করের সাক্ষাৎ করার আবেদনের খবর সম্পূর্ণ খারিজ করা হয়।