Trump Tariff: ট্যারিফে ফিরলেন ট্রাম্প। আগামী পয়লা অগাস্ট থেকে শুল্ক নীতি (Trump Tariff) কার্যকর করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (President Donald Trump)। এবার থেকে আমেরিকায় পণ্য বিক্রি করতে হলে ট্রাম্পের দেশকে চড়া হারে শুল্ক দিতে হবে। গত ২ এপ্রিল অ্যান্টার্কটিকা সহ বিশ্বের সব কটি দেশের ওপর চড়া হারে শুল্ক হারের কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। দুই পড়শী দেশ মেক্সিকো, কানাডা, ও চিনের ওপর সবচেয়ে বেশি শুল্ক চাপান ট্রাম্প। ভারত সহ প্রায় ৬০টি দেশের জন্য ২৬ শতাংশ "রিস্টিপ্রোক্যাল ট্যারিফ"বা পাল্টা শুল্ক আরোপ করেছিল মার্কিন প্রশাসন। তবে ৯ জুলাই ট্রাম্প শুল্ক স্থগিত করে আলোচনার জন্য সময় দেন ট্রাম্প।
ট্রাম্প ট্য়ারিফে পাল্টা চাপে পড়ে যায় আমেরিকা
আসলে 'ট্রাম্প ট্য়ারিফ'-এর কোপে পাল্টা চাপে পড়ে যায় আমেরিকা। কারণ অতিরিক্ত শুল্কের ফলে আম মার্কিনীদের বিদেশী পণ্য কিনতে চড়া দাম দিতে হচ্ছিল। দিনের শেষে পরোক্ষভাবে ট্রাম্পের আরোপিত শুল্কের বোঝা পড়ে মার্কিনীদের ওপরেই। মার্কিন শেয়ার বাজারে ধস নামে, বেড়ে যায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বাড়ে। বাধ্য হয়ে ট্রাম্প পিছু হটে শুল্ক তিন মাস পিছিয়ে দিয়েছিলেন। ভারতের সব ৬০টি দেশের ওপর শুল্ক বা ট্যারিফ ৪৯ দিনের জন্য স্থগিত রাখা হয়েছিল।
পয়লা অগাস্ট থেকেই ট্রাম্প শুল্ক কার্যকর হচ্ছে
#TrumpWatch | #DonaldTrump says, #tariffs will range in value from 60%, 70% to 10%, 20%
Countries will start paying tariffs on August 1, will probably have 10 or 12 letters going out tomorrow pic.twitter.com/InC2F3GikX
— CNBC-TV18 (@CNBCTV18Live) July 4, 2025
বিগ বিউটিফুল বিলের পর ট্রাম্পের পাখির চোখ এবার ট্য়ারিফে
এর মধ্যে অক্টোবর পর্যন্ত দেশগুলোকে আলোচনা চালানোর সময় দেওয়া হয়। তার মধ্যে চিনের ওপর ট্যারিফ যুদ্ধেও পিছু হটতে হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে। কিন্তু দেশে তাঁর স্বপ্নের 'বিগ বিউটফুল বিল'পাশের পর আত্মবিশ্বাসী ট্রাম্প ফের ময়দানে নামছেন শুল্ক নীতি নিয়ে। ট্রাম্পের দাবি না মানলে ফের মোটা হারে শুল্ক। আবারও বিশ্ব বাণিজ্য টালমাটাল হল বলে।