Narendra Modi Selfie with French President Emmanuel Macron (Photo Credits: X)

দিল্লি, ২৬ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে ভারতে হাজির হয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এনামুয়েল মারকন ( Emmanuel Macron )। ভারতে (India) হাজির হয়ে ফরাসি প্রেসিডেন্ট এবার জানান, আগামী ২০৩০ সালের মধ্যে ৩০ হাজার ভারতীয় পড়ুয়াকে ফ্রান্সের (France) বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ার সুযোগ দেওয়া হবে। ২০৩০ সালের মধ্যে যাতে ৩০ হাজার ভারতীয় পড়ুয়া ফ্রান্সের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান, সে বিষয়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান মারকন।

আরও পড়ুন: Narendra Modi With Emmanuel Macron: প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ফরাসি প্রেসিডেন্ট মারকনকে নিয়ে প্রধানমন্ত্রীর রোড শো, জয়পুরে জনজোয়ার

ভারতে হাজির হন মারকন বলেন, প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে তিনি এ দেশে হাজির হয়েছেন। ভারতের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক যাতে আরও জোরদার করা যায়, সে বিষয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। ২০২৩ সালের জুলাইতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ফ্রান্সে যান, তখনই দুই দেশের সম্পর্ক আরও জোরদার করা হবে বলে লক্ষ্যমাত্রা স্থির করা হয় বলে জানান মারকন।