Emmanuel Macron, Narendra Modi (Photo Credit: ANI/Twitter)

জয়পুর, ২৫ জানুয়ারি: এবারে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মারকন (Emmanuel Macron)। বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ভারতে (India) এসে পৌঁছন। প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে মারকন ভারতে এসেছেন ২ দিনের সফরে। মারকনকে জয়পুরে স্বাগত জানান রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং রাজ্যপাল কলরাজ মিশ্র। ওই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) উত্তরপ্রদেশের বুলন্দশরে ছিলেন। পরে প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশ থেকে রাজস্থানের জয়পুরে (Jaipur) পৌঁছন। জয়পুরে পৌঁছে ফরাসি প্রেসিডেন্টকে নিয়ে রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দেখুন ভিডিয়ো...

 

আরও পড়ুন: Himachal Pradesh: সীমান্ত সুরক্ষায় সেনাদের প্রশংসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

গোলাপী শহরে যন্ত্রমন্তর থেকে শুরু হয় মোদী, মারকনের রোড শো। মাঝে হাওয়া মহলে দাঁড়িয়ে, ভারতের ঐতিহ্যকে ফরাসি প্রেসিডেন্টের সামনে তুলে ধরেন মোদী। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মারকনের সঙ্গে প্রধানমন্ত্রী যখন রোড শো করেন জয়পুরে, সেই সময় রাস্তা ভেসে যায় জনজোয়ারে। মোদী, মারকনকে একসঙ্গে দেখার জন্য রাস্তায় জড়ো হন বহু মানুষ।