কলকাতা, ২৯ জানুয়ারি: পশ্চিমবঙ্গ পুলিশে (West Bengal Police) কনস্টেবল (Constable) নিয়োগের জন্য চূড়ান্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ ফেব্রুয়ারি। ৩ ফেব্রুয়ারি থেকেওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের (West Bengal Police Recruitment Board) ওয়েবসাইটে আ্যাডমিট কার্ড পাওয়া যাবে। পরীক্ষার্থীরা তাদের আবেদনের নম্বর এবং জন্ম তারিখ ব্যবহার করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। গত বছর বোর্ড জানিয়েছিল যে মোট শূন্যপদের সংখ্যা ৮৪১৯টি (পুরুষ কনস্টেবল)।
নিয়োগ প্রক্রিয়ার প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় পাস করলে শারীরিক পরিমাপের পরীক্ষা (PMT) হবে। প্রার্থীরা, যারা পিএমটিতে যোগ্যতা অর্জন করবে তাদের শারীরিক দক্ষতা পরীক্ষা (PET) জন্য ডাকা হবে। ৬ মিনি৩০ সেকেন্ডের মধ্যে ১৬০০ মিটার দৌড়তে হবে। পিইটি-তে যোগ্যতা অর্জনকারী প্রার্থীদের চূড়ান্ত লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। চূড়ান্ত লিখিত পরীক্ষায় পারফরম্যান্সের ভিত্তিতে সীমিত সংখ্যক প্রার্থীকে যোগ্যতার ভিত্তিতে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। চূড়ান্ত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত বাছাই তালিকা প্রস্তুত করা হবে। আরও পড়ুন: No Exam During Saraswati Puja: সরস্বতী পুজোর দিনগুলিতে সমস্ত বিশ্ববিদ্যালয়ে কোনও পরীক্ষা না রাখার নির্দেশ শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির
চূড়ান্ত লিখিত পরীক্ষা নেওয়া হবে ৮৫ নম্বরের। মাল্টিপল চয়েস ও অবজেক্টিভ টাইপ প্রশ্ন আসবে। পরীক্ষার সময় এক ঘণ্টা। ইংরেজি ভাষার প্রশ্নপত্র ছাড়াও বাংলা ও নেপালি ভাষায় প্রশ্নপত্র সেট করা হবে। সাধারণ সচেতনতা এবং সাধারণ জ্ঞান, ইংরেজি, প্রাথমিক গণিত (মাধ্যমিক বিদ্যালয়স্তর), এবং যুক্তি ও যৌক্তিক বিশ্লেষণের বিষয়ে প্রশ্ন থাকবে চূড়ান্ত লিখিত পরীক্ষায়।