ফাইল ফোটো (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৯ জুন: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (Union Public Service Commission) ইউপিএসসি সিভিল সার্ভিস ২০১৯ সালের মেন পরীক্ষার ইন্টারভিউ সূচি প্রকাশ করেছে। যে সব পরীক্ষার্থী ইন্টারভিউয়ের জন্য বাছাই হয়েছেন তাঁরা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট upsc.gov.in-এ গিয়ে সূচি দেখতে পারেন। ইন্টারভিউ ২০ জুলাই থেকে শুরু হবে। চলবে ৩০ জুলাই পর্যন্ত।

কমিশনের নোটিশ অনুযায়ী ইন্টারভিউ দুটি শিফটে হবে- প্রথম শিফট সকাল ৯ টা থেকে এবং দ্বিতীয় শিফট দুপুর ১ টা থেকে। সমস্ত মেন পরীক্ষায় যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে হবে। আরও পড়ুন: UPSC Exam 2020 New Date: ৪ অক্টোবর হবে সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা, ঘোষণা করল UPSC

কীভাবে ইন্টারভিউয়ের সময়সূচি ডাউনলোড করবেন:

  • Upsc.gov.in- ইউপিএসসি-র অফিসিয়াল সাইটে যান
  • হোম পেজে উপলব্ধ ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা ২০১৯ ইন্টারভিউ সময়সূচি লিঙ্কটিতে ক্লিক করুন
  • একটি নতুন পিডিএফ ফাইল খুলবে
  • রোল নম্বর এবং তারিখ এন্টার করে ফাইলটি ডাউনলোড করুন
  • প্রয়োজনে প্রার্থীরা হার্ড কপি রাখতে পারেন

ইতিমধ্যেই ইউপিএসসি তাদের অফিসিয়াল সাইটে সিভিল সার্ভিস পরীক্ষা ২০২০ সালের পরীক্ষার তারিখ প্রকাশ করেছে। প্রিলিমিনারি পরীক্ষা ২০২০ সালের ৪ অক্টোবর হবে এবং মেন পরীক্ষা ২০২১ সালের ৮ জানুয়ারি হবে। বিশদ তথ্যের জন্য প্রার্থীরা ইউপিএসসি-র অফিসিয়াল সাইট দেখতে পারেন।