নতুন দিল্লি, ২১ অগস্ট: শুক্রবার কেন্দ্র নিশ্চিত করে দিল, স্থগিত হচ্ছে না নিট ও জেইই ২০২০-র পরীক্ষা। শিক্ষা সচিব অমিত খারে এদিন সাফ জানান, নিট ২০২০ এবং জেইই ২০২০-র পরীক্ষা কোনোভাবেই স্থগিত রাখা হচ্ছে না। তাই পূর্ব নির্ধারিত দিন অনুযায়ী সেপ্টেম্বরেই হবে নিট ও জয়েন্টের পরীক্ষা।
এর আগে সুপ্রিম কোর্টও জানিয়ে দিয়েছিল নিট ২০২০ এবং জেইই ২০২০-র পরীক্ষা নির্ধারিত দিনই হবে। করোনার কারণে পরীক্ষা আগে নেওয়া যায়নি। তাই সেপ্টেম্বরেই পরীক্ষা হবে । বিচারপতি অরুণ মিশ্রার নেতৃত্বে তিন বিচারকের বেঞ্চ আগেই জানায়, করোনা থাকলেও “জীবন চালাতে হবে” এবং আদালত তাতে হস্তক্ষেপ করে শিক্ষার্থীদের কেরিয়ারকে বিপদে ফেলতে পারে না। বিচারপতি অরুণ মিশ্রার নেতৃত্বে তিন বিচারকের বেঞ্চ জানায়, "জীবন এভাবে থমকে থাকতে পারে না। আমাদের সুরক্ষাবিধি মেনে এগিয়ে যেতে হবে। ছাত্রছাত্রীরা একবছর নষ্ট করতে কি তৈরি? এখন তো আদালতেও উপস্থিত থেকে আইনজীবীরা কাজ করছেন। আপনি চান পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক? পরীক্ষা পিছিয়ে দেওয়া দেশের জন্য ক্ষতি।" আরও পড়ুন, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু কলকাতা পুলিশের এক অ্যাসিস্টেন্ট কমিশনারের
এই মাসের শুরুর দিকে, কোভিড -১৯ মহামারী স্বাভাবিক হওয়ার কারণে পরিস্থিতি অবধি জেইই এবং এনইইটি ২০২০ পরীক্ষা স্থগিত চেয়ে ১১ টি রাজ্যের অন্তর্ভুক্ত ১১ জন শিক্ষার্থী সুপ্রিম কোর্টে একটি আবেদন করা হয়। এরপর এনটিএ কর্তৃক বিজ্ঞপ্তি অনুসারে জানানো হয়, জেইই (মেইন) ২০২০ সালের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১-৬ সেপ্টেম্বর, আর নিট-ইউজি ২০২০ পরীক্ষা ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। দিন কয়েক পর পরীক্ষার নির্দেশিকা এবং দিনক্ষণ বিস্তারিতভাবে জানানো হবে।