JEE Main Result 2020: আজ জেইই মেইনস ২০২০-র ফলপ্রকাশ হতে পারে, ফলাফল জানুন jeemain.nta.nic.in ওয়েবসাইটে
Representational Image (Photo Credits: Pixabay)

নতুন দিল্লি, ১১ সেপ্টেম্বর: আজ প্রকাশ পেতে পারে জয়েন্ট এন্ট্রাস এক্সামিনেশন মেইনস ২০২০-র  (JEE Main Result 2020) ফল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ জানিয়েছে শুক্রবার ১১ সেপ্টেম্বরেই ফল প্রকাশ পেতে পারে। পরীক্ষার্থীরা যারা জেইই মেইনস ২০২০-র পরীক্ষা দিয়েছে তারা jeemain.nta.nic.in ওয়েবসাইটে ফল দেখতে পারবে। জয়েন্ট সিট অ্যালোকেশন অথরিটির সূচি অনুযায়ী আজ ১১ সেপ্টেম্বর ফল বেরোবে বলে জানানো হয়েছে। যদিও এখনও সময় এবং তারিখ নিশ্চিত করা হয়নি।

  • রেজাল্ট কীভাবে দেখবেন: প্রথমে jeemain.nta.nic.in ওয়েবসাইটে যান
  • হোমপেজে “JEE Mains 2020 results” এই লিঙ্কে ক্লিক করুন
  • এরপর নতুন একটি পেজ খুলে যাবে
  • এখানে অ্যাপ্লিকেশন নন্বর, জন্ম তারিখ ও অন্য ডেটা এন্ট্রি করে এন্টার করুন
  • এবার পেজে রেজাল্ট দেখাবে
  • রেজাল্ট ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিন

আরও পড়ুন, কঙ্গনা রানাউত কাণ্ডে বিরক্ত বিশ্ব হিন্দু পরিষদ, অযোধ্যায় আর স্বাগত নন উদ্ধব ঠাকরে

এনটিএ জানায় রেজিস্টার করা পরীক্ষার্থীদের মধ্যে ৭৪ শতাংশ পরীক্ষায় বসেছে। ১-৬ সেপ্টেম্বর জেইই মেইনস-২০২০ পরীক্ষা দেশের বিভিন্ন কেন্দ্রে নেওয়া হয়েছে। পরীক্ষার উত্তরপত্র আগেই প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা ২০ সেপ্টেম্বর সকাল ১০টা বা তার আগে প্রশ্নপত্র নিয়ে আপত্তি তুলতে পারবেন। তার জন্য ২০০ টাকা ফি দিতে হবে।