Examination, Representational Image (Photo Credits: Unsplash.com)

নতুন দিল্লি, ১১ সেপ্টেম্বর: জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষার (JEE Advanced 2022) ফলাফল ঘোষণা হল। ফল ঘোষণা করল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বোম্বে (IIT Bombay)। সকাল ১০টায় ফল ঘোষণা হয়েছে। ফলাফলের সঙ্গে মেধা তালিকাও ঘোষণা করা হয়েছে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট-jeeadv.ac.in-এ জেইই অ্যাডভান্সড-র মেধা তালিকা দেখতে এবং ডাউনলোড করতে পারেন। ফলাফল জানতে প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে ওয়েবসাইটে লগ ইন করতে হবে।

২৮ অগাস্ট জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং প্রায় ১ লাখ ৫৬ হাজার প্রার্থী ইঞ্জিনিয়ারিংয়ের এই এন্ট্রান্স পরীক্ষায় অংশ নিয়েছিলেন। আইআইটি, এনআইটি, আইআইআইটি এবং অন্যান্য শীর্ষ প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা নেওয়া হয়। জয়েন্ট সিট অ্যালোকেশন অথরিটি (JSAA) দ্বারা একটি সাধারণ প্রক্রিয়ার মাধ্যমে পঠন-পাঠন করানো হবে। আরও পড়ুন: Haryana: ভরা সভায় মহিলা কমিশনের চেয়ারপার্সন ও মহিলা পুলিশ অফিসারের তীব্র বাদানুবাদ, ভাইরাল ভিডিও

কীভাবে ফলাফল জানা যাবে:

  • অফিসিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in-তে যান।
  • ফলাফল জানার জন্য লিঙ্কে ক্লিক করুন।
  • রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ সহ লগইন করুন।
  • এরপর সাবমিট করুন।
  • স্ক্রিনে ফলাফল দেখা যাবে।
  • স্কোরকার্ড ডাউনলোড করুন এবং আরও রেফারেন্সের জন্য প্রিন্ট আউট করে নিন।