প্রতীকী ছবি | (Photo Credits: Unsplash.com)

নয়াদিল্লি, ৭ জানুয়ারি: জেইই অ্যাডভান্সড পরীক্ষার দিন স্থির হয়ে গেল আজ। বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী দিন ঘোষণা করলেন। আগামী ৩ জুলাই খড়গপুর আইআইটির পরিচালনায় পরীক্ষা হবে। ৭ জানুয়ারি পড়ুয়াদের সঙ্গে ভার্চুয়াল কথোপকথনের সময় পরীক্ষার দিন ঘোষণা করেন তিনি। IIT JEE Advanced 2021 পরীক্ষার দিনক্ষণ পরীক্ষার্থীরা অনলাইনে দেখতে পারবেন। jeeadv.nic.in ওয়েবসাইটে পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া রয়েছে। অবশেষে পরীক্ষার দিন ঘোষণায় স্বস্তির নিশ্বাস ফেললেন পরীক্ষার্থীরা। আর পরীক্ষার দিন বেশ কিছুটা দেরিতে থাকায় প্রস্তুতি নেওয়ার সময়ও রয়েছে যথেষ্ট। আরও পড়ুন: Kaun Banega Crorepati 12: মিকা সিংয়ের 'অদ্ভুত' আওয়াজে মুগ্ধ বিগ বি

পরীক্ষার সমস্ত নোটিফিকেশন নিয়েই পড়ুয়াদের প্রতিনিয়ত আপডেট দিয়ে গেছেন পোখরিয়াল। ৪ মে থেকে সিবিএসই বোর্ড এক্সাম শুরু হওয়ার কথা। পাশাপাশি JEE মেইন পরীক্ষা শুরু হওয়ার কথা ২৩ ফেব্রুয়ারি থেকে। কিছুদিন আগে এই দুই পরীক্ষারও তারিখ ঘোষণা করেছিলেন পোখরিয়াল। অবশেষে হাতে বেশ কিছুটা সময় রেখে পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই IIT JEE Advanced 2021 পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।

JEE মেইন ২০২০ পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ধাপের পরীক্ষায় বসতে যারা ব্যর্থ হয়েছিলেন কোভিড পরিস্থিতিতে। তারাও IIT JEE Advanced 2021 পরীক্ষায় বসার সুযোগ পাবেন। পরীক্ষা হয়ে যাওয়ার পর ভর্তি প্রক্রিয়া কীভাবে চলবে, সেটি সম্পর্কেও সমস্ত তথ্য কেন্দ্রের তরফে জানানো হবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।