Representational Image (Photo Credits: Pixabay)

পুলিশের তৎপরতায় বড়সড় নাশকতার ছক বানচাল হল উত্তরাখণ্ডে। গাড়িভর্তি বিস্ফোরক পাচার করতে গিয়ে গ্রেফতার তিন যুবক। উদ্ধার ১২৫ কেজি বিস্ফোরক, সেই সঙ্গে বোমা বানানোর সরঞ্জাম, দুই প্যাকেট ডেটোনেটর। গাড়িটি উত্তরাখণ্ড-উত্তরপ্রদেশ সীমান্তে দেরাদুনে (Dehradun) টিউনি থানা এলাকায় আটক করা হয়েছে। অভিযুক্ত ৩ জন গাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করলেও পুলিশ তাঁদের ধরে ফেলে। এই বিস্ফোরণের সরঞ্জাম কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কী তাঁদের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

বাজেয়াপ্ত করা হয়েছে বিস্ফোরক

জানা যাচ্ছে, শুক্রবার সকালে একটি চারচাকা গাড়ি উত্তরপ্রদেশ থেকে উত্তরাখণ্ডে আসছিল। কর্তব্যরত পুলিশের সন্দেহ হওয়ায় গাড়িটি থামিয়ে তল্লাশি শুরু করে। আর বিপদ বুঝে তিনজন পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ তাঁদের ধরে তল্লাশি চালায় গাড়িতে। তখনই উদ্ধার হয় এই বিস্ফোরকগুলি। তারপরেই পাচারকারীদের গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে বিস্ফোরক সহ গাড়িটিও।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

পুলিশসূত্রে খবর, প্রথমে ধৃতরা দাবি করছিল এই বিস্ফোরকগুলি রাস্তা তৈরির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। পরে জেরা করা হলে তাঁরা স্বীকার করে যে এগুলি নাশকতার কাজে ব্যবহার করার পরিকল্পনা ছিল তাঁদের। ধৃত তিনজনই উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকার বাসিন্দা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।