Asaduddin Owaisi , Imran Khan (Photo Credit: Instagram/Twitter)

দিল্লি, ৯ ফেব্রুয়ারি: পাকিস্তান (Pakistan) নিজের দিকে তাকাও। ভারতে (India)  কী হচ্ছে, সে বিষয়ে পাকিস্তানের নাক গলানোর কোনও প্রয়োজন নেই। পাকিস্তানে যখন মালালা ইউসুফজাইকে গুলি করা হয়, তখন তোমরী কী করছিলে?  তাই ভারতে কী হচ্ছে না হচ্ছে, তা দেখে পাকিস্তানের কোনও লাভ নেই। হিজাব বিতর্কে এবার এভাবেই পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়ালে মিম প্রধান আসাদউদ্দিন ওবেইসি (Asaduddin Owaisi)।

কর্ণাটক (Karnataka) কলেজে হিজাব (Hijab) বিতর্ক শুরুর পর পাকিস্তানের শিক্ষামন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ভারতের বিরুদ্ধে সুর চড়ান। ভারতে মুসলিম সম্প্রদায়ের মেয়েদের অধিকার খর্ব করা হচ্ছে বলে অভিযোগ করেন পাক মন্ত্রী। শাহ মেহমুদ কুরেশির ওই মন্তব্যের পর পালটা মুখ খোলেন মিম প্রধান।

আরও পড়ুন:  DEV: গরু পাচার মামলায় তৃণমূল সাংসদ অভিনেতা দেবকে নোটিশ পাঠাল সিবিআই

তিনি বলেন, হিজাব বিতর্ক ভারতের নিজস্ব বিষয়। ভারত নিজেরাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। ভারতের বিষয়ে পাকিস্তানের নাক বা পা গলানোর কোনও প্রয়োজন নেই। নিজেদের দিকে তাকাক পাকিস্তান। ভারতকে নিয়ে ভাবার ওদের কোনও প্রয়োজন নেই বলে ইমরান খানের সরকারের বিরুদ্ধে তোপ দাগেন আসাদউদ্দিন ওবেইসি।