Donald Trump India Visit: 'ডোনাল্ড ট্রাম্পের ৩৬ ঘণ্টার সফর ভারতবাসীর জীবনে কোনও পরিবর্তনই আনবে না'...ট্রাম্পের ভারত সফর নিয়ে কটাক্ষ শিবসেনার
শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে (Photo: ANI)

নতুন দিল্লি, ২৪ ফেব্রুয়ারি: বড় ধরনের বাণিজ্য চুক্তির সম্ভাবনায় জল ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট নিজেই। তার পরেও ডোনাল্ড ট্রাম্পের সফর (Donald Trump India Visit) ঘিরে আড়ম্বরে খামতি নেই। ইতিমধ্যেই ট্রাম্পের ১০০ কোটির ৩৬ ঘণ্টার সফর (Trump’s 36-Hour Trip) নিয়ে সমালোচনায় মুখর সমস্ত অ-বিজেপি দলগুলি। আর তার মাঝেই এবার ট্রাম্পের সফর নিয়ে প্রশ্ন তুলে দিল শিবসেনা (Shiv Sena)। তাদের দাবি, ট্রাম্পের এই ৩৬ ঘণ্টার সফর ভারতবাসীর জীবনে কোনও পরিবর্তনই আনবে না। মানুষের অবস্থা বিন্দুমাত্র পাল্টাবে না।

সোমবার সপরিবারে মাত্র ৩৬ ঘণ্টার জন্য ভারত সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আহমেদাবাদ হয়ে আগরা ছুঁয়ে রাজধানী দিল্লিতে পা রাখবেন তিনি। এমনটাই বলছে সফরনামা। যা নিয়ে সাজোসাজো রব চারিদিকে। দলের মুখপত্র ‘সামনা’য় (Samna) এদিন শিবসেনার তরফে বলা হয়, ‘‘ট্রাম্পের সফরে ভারতের দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের জীবনে বিন্দুমাত্র পরিবর্তন আসবে না। তাই মানুষ এই সফর নিয়ে আগ্রহী এবং উৎসাহী কি না, এ প্রশ্ন আসছে কোত্থেকে? ট্রাম্পের সফর নিয়ে কোথাও যদি কোনও কৌতূহল থাকে, তা আমদাবাদেই, সফরের শুরুতেই যেখানে পা রাখছেন ট্রাম্প। আরও পড়ুন: West Bengal Government Job: একাধিক শূন্যপদে রাজ্য সরকারের কর্মী নিয়োগ, ইচ্ছুক প্রার্থীরা শীঘ্রই আবেদন করুন

আহমদাবাদে যে রাস্তা দিয়ে ট্রাম্প যাবেন তার দু’পাশের বস্তিগুলি (Slums) ঢাকতে পাঁচিল গেঁথে দেওয়া হয়েছে। যাতে ট্রাম্প বা তাঁর সফরসঙ্গীরা বস্তি দেখতে না পান। তা নিয়ে সম্প্রতি তীব্র সমালোচনার মুখে পড়েছে নরেন্দ্র মোদি সরকার। শিবসেনার দাবি, ট্রাম্পের সফর নিয়ে যত না কথা হচ্ছে, তার চেয়ে বেশি কথা হচ্ছে রাস্তার ধারের ওই পাঁচিল নিয়ে। মঙ্গলবার দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে ট্রাম্প এদেশে ধর্মীয় স্বাধীনতার বিষয়টি তুলতে পারেন বলে ইতিমধ্যেই ওয়াশিংটনের (Washington) তরফে জানানো হয়েছে। কিন্তু এ দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কারও হস্তক্ষেপ কাম্য নয় বলে সাফ জানিয়ে দিয়েছে শিবসেনা। ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী তাদের কথায়, ‘‘ভারতে ধর্মীয় স্বাধীনতা বর্তমান অবস্থা নিয়ে নাকি আলোচনা করবেন ট্রাম্প। এ গুলো আমাদের অভ্যন্তরীণ বিষয়। গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ যাঁদের বেছে নিয়েছেন, তাঁরাই সরকার চালাচ্ছেন। বাইরের কারও পরামর্শ দরকার নেই।’’