Pakistani Influencer Alishba Khalid (Photo Credit: X)

দিল্লি, ১৭ অক্টোবর: ধনতেরাসের (Dhanteras 2025) আগে বিক্ষোভের মুখে পড়ল মালাবার গোল্ড (Malabar Gold)। কেরলের এই গয়না কোম্পানিকে বিপাকে ফেলল তাদের সঙ্গে পাকিস্তানি ইনফ্লুয়েন্সার আলিসবা খালিদের সংযোগ। সূত্রের খবর, পাক ইনফ্লুয়েন্সার আলিসবা খালিদকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা হচ্ছে, তা নিয়ে উঠতে শুরু করে বহু প্রশ্ন। পাশাপাশি পাক ইনফ্লুয়েন্সারকে কোনওভাবে ভারতীয় ব্র্যান্ডের মুখ হিসেবে মেনে নেওয়া হবে না বলে জানাতে শুরু করেন বহু মানুষ।

আলিসবা খালিদের প্রফোাইলে লেখা তিনি লন্ডনের একজন ইনফ্লুয়েন্সার এবং একজন চলচ্চিত্র নির্মাতা। তবে আলিসবা প্রোফাইলে নিজের সম্পর্কে যা-ই লিখুন না কেন, অপারেশন সিঁদূরের সময় তিনি যে সমস্ত ভারত বিরোধী কথা বলেছেন, তা কখনও মেনে নেওয়া হবে না। ফলে মালাবার গোল্ড কীভাবে এই আলিসবা খালিদের সঙ্গে হাত মেলাতে শুরু করে, তা নিয়ে প্রশ্ন তুলে সংশ্লিষ্ট সংস্থাকে বয়কটের জাক দেওয়া হয়েছে।

প্রসঙ্গত অপারেশন সিঁদূরের সময় ভারত বিরোধী কথা বলতে শুরু করেন এই পাকিস্তানি। এমনকী বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র সবচেয়ে বেশি 'হিপোক্রিসি' দেখাচ্ছে বলেও মন্তব্য করেন খালিদ। এমনকী, রাতের অন্ধকারে অপারেশন সিঁদূর চালিয়ে, ভারত ঠিক কাজ করেনি বলে দাবি করেন পাক ইনফ্লুয়েন্সার।

পাশাপাশি  ভারত একটি মসজিদে হামলা চালিয়ে নীরিহ মানুষজনকে হত্যা করেছে বলেও দাবি করেন আলিসবা খালিদ। তাঁর অনুগামীদের মধ্যে ৬০ শতাংশ ভারতীয় বলে দাবি করেন এই পাক ইনফ্লুয়েন্সার। তা সত্ত্বেও তিনি কেয়ার করেন না। কোন ভারতীয় অনুগামী রইলেন আর কে তাঁকে আনফলো করলেন, তা দিয়ে কিছু যায় আসে না। তিনি পাকিস্তানি এবং পাক নাগরিকদের কথা ভাববেন বলে অপারেশন সিঁদূরের সময় মন্তব্য করেন আলিসবা খালিদ।

ভারত সম্পর্কে যাঁর মনোভাব এমন, তাঁকে কখনও মালাবার গোল্ডের প্রধান মুখ হিসেবে মেনে নেওয়া হবে না বলে জানান বহু মানুষ। ফলে ধনতেরাস এবং দীপাবলির আগে প্রবলভাবে বয়কটের মুখে পড়েছে এই মালাবার গোল্ড।

যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।