(Photo Credits: IANS)

নতুন দিল্লি, ২২ নভেম্বর: বিচারাধীন বন্দির সঙ্গে বসে পার্টি করায় সাসপেন্ড দিল্লির ( Delhi) ৬ পুলিশ কর্মী। সংবাদসংস্থা ANI জানিয়েছে, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখনউয়ের একটি কোর্টে ওই বিচারাধীন বন্দিকে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই ওই পার্টি হয়। পুলিশ কর্মীদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। এই বছরের জুলাইয়ে, একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যেখানে ভানডুপের একটি থানায় জন্মদিনের পার্টি চলতে দেখা যায়। সবচেয়ে অবাক করার বিষয় হল পুলিশরাও একজন অভিযুক্তর জন্মদিন উদযাপন করছিল। যার বিরুদ্ধে মারধর ও অপহরণের মামলা রয়েছে।

ভিডিও ক্লিপটিতে পার্টিতে উপস্থিত লোকজনকে "শুভ জন্মদিন" গান গাইতে শোনা যায়। এমনকী ইউনিফর্ম পরেই একজন পুলিশকে সেই বন্দিকে কেকে খাওয়াতে দেখা গেছে। আরও পড়ুন: Mumbai: একেবারে বাড়ির মতো, কারণ এই অটোতে রয়েছে পরিশ্রুত পানীয় জল, মোবাইল চার্জিং পয়েন্ট, হাত ধোওয়ার বেসিন!

যদিও এ বিষয়ে দিল্লি পুলিশ জানিয়েছে, খান নামের ওই বন্দি তাদের ইনফর্মার এবং তার বিরুদ্ধে অপহরণের অভিযোগ বাতিল করে দেওয়া হয়েছে।