নতুন দিল্লি, ২৫ জানুয়ারি: পাকিস্তানের মাটি থেকে অন্তত ৩০৮টি টুইটার হ্যান্ডেল চালানো হচ্ছে। ওই টুইটার হ্যান্ডেলের মাধ্যমে সাধারণতন্ত্র দিবসের (Republic Day 2021) কুচকাওয়াজে বিশৃঙ্খলা তৈরির ‘ষড়যন্ত্র’ করা হচ্ছে। এনিয়ে রবিবার এক সাংবাদিক বৈঠকে কৃষক সংগঠনগুলিকে সতর্ক করল রাজধানীর পুলিশ। জানা গিয়েছে, সাধারণতন্ত্র দিবসের প্যারেডে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য পাকিস্তান থেকে ট্রাক্টর হাইজ্যাকের চেষ্টা চলছে। এদিকে আগামী কাল সাধারণতন্ত্র দিবস উপলক্ষে হাজারো কৃষক ট্রাক্টর ব়্যালিতে অংশ নিতে দিল্লির সীমান্ত অভিমুখে রওনা দিয়েছেন। শুধু রাজধানীতেই নয়, সাধারণতন্ত্র দিবসের দিন রাজ্য ও জেলাশহরেও একই অনুষ্ঠানে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই কৃষক সংগঠনগুলি। এদিকে পুলিশ জানিয়েছে সাধারণতন্ত্র দিবসে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে পাকিস্তান।
এজন্য ১৩-১৮ জানুয়ারি ৩০০টি টুইটার চালাচলি হয়েছে পাকিস্তান থেকে। মূলত কৃষক আন্দোলন ও ট্রাক্টর ব়্যালিকে হ্যাশট্যাগ দিয়েই এই টুইট পোস্ট হয়েছে। এদিকে প্রজাতন্ত্র দিবসের ট্রাক্টর ব়্যালিতে অংশ নিতে ইতিমধ্যেই হরিয়ানা, পাঞ্জাব, উত্তরাখণ্ডের তেরাই ও উত্তরপ্রদেশের পশ্চিমাংশ থেকে হাজারও ট্রাক্টর দিল্লি অভিমুখে রওনা হয়েছে। এর জেরে বিভিন্ন রাস্তায় যানজটের সম্ভাবনাও রয়েছে। এই যানজটের মুখে পড়তে পারে দিল্লি-হরিয়ানা, দিল্লি-মেরঠ ও দিল্লি-জয়পুরের মতো ব্যস্ত রাস্তাও। আরও পড়ুন-Varun and Natasha are Married: বিয়ে করলেন বরুণ-নাতাশ, ইনস্টাগ্রামে নবদম্পতির ছবি শেয়ার হতেই ভাইরাল
আগামী মঙ্গলবার সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের পর ট্র্যাক্টর মিছিল করবেন কৃষকরা। শর্তসাপেক্ষে রাজধানীতে ট্র্যাক্টর মিছিল করতে কৃষক সংগঠনগুলিকে ছাড়পত্র দিয়েছে দিল্লি পুলিশ। তবে ওই দিন নিরাপত্তা আরও কড়া হবে বলেও জানানো হয়েছে। ট্র্যাক্টর মিছিল নিয়ে পুলিশ কর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন দিল্লি পুলিশের কমিশনার এসএন শ্রীবাস্তব।