Photo Credit ANI

গান্ধী পরিবার এবং কংগ্রেসকে আক্রমনের অভিযোগ।  স্মৃতি ইরানিকে পাল্টা দিলেন কংগ্রেসের সাংসদ কেসি বেনুগোপাল। মঙ্গলবার মহিলা সংরক্ষন বিল নিয়ে আলোচনার সময় অনুপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী। সেই বিষয়কে কেন্দ্র করে কংগ্রেস দল সহ সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে আক্রমন করেন স্মৃতি যে" গান্ধী পরিবার শুধুমাত্র নিজেরে পরিবারের মধ্যেই নারীর ক্ষমতায়ন নিয়ে আগ্রহী। তাঁরা দলিত বা গরীব মহিলাদের ক্ষমতায়ন নিয়ে আগ্রহী নয়।এটা খুবই দুঃখের বিষয় যে সোনিয়া গান্ধী আজ অনুপস্থিত ছিলেন।বিল নিয়ে আলোচনা চলার সময় তাঁর ছেলেও সংসদ ছেড়ে চলে যান। এটা আরও দুঃখের বিষয় যে যখন এই বিলটিকে সমর্থন করার কথা বলা হয় তখন বিজেপি এবং এনডিএ এটিকে সমর্থন করে কিন্তু কংগ্রেস করেনি।"

এরই পাল্টা স্মৃতি ইরানিকে আক্রমন শানিয়েছেন কংগ্রেস নেতা কেসি বেনুগোপাল, তিনি জানান, "বিজেপি এবং প্রধানমন্ত্রী তাঁর জন্য একটি দায়িত্ব রেখেছেন কংগ্রেস দল এবং গান্ধী পরিবারকে অপমান করার।তিনি সেই কাজটিই করছেন তাদের প্রভুদের সমর্থন আদায়ের জন্য। "