নয়াদিল্লিঃ দশেরার মেলা(Dussehra Fair ) দেখে বাড়ি ফিরছিলেন দুই ভাই। পথে বাইকের বেপরোয়া গতি দেখে আরোহীকে ধীরে চালানোর অনুরোধ জানান। আর তাতেই খুন হতে হল দিল্লির প্রতাপনগরের বাসিন্দা অঙ্কুরকে। গুরুতর জখম তাঁর ভাই। জানা গিয়েছে, সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপূর্ব দিল্লির(North East Delhi) হর্ষ বিহার এলাকায়( Harsh Vihar Area)। দশেরার অনুষ্ঠান থেকে ভাইয়ের সঙ্গে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন বছর ২২ এর অঙ্কুর এবং তাঁর ভাই হিমাংশু। পথে একদল বাইকআরোহীর সঙ্গে দেখা হয়। একই বাইকে তিনজন ছিল। বাইকটি তীব্র গতিতে থাকায়, সাবধানে চালানোর অনুরোধ জানান অঙ্কুর। এরপরই আচমকা বাইক থামিয়ে অঙ্কুর ও তাঁর ভাইয়ের পথ আটকায় ওই বাইকআরোহী। প্রকাশ্যে অঙ্কুর এবং তাঁর ভাইয়ে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়। মাটিতে লুটিয়ে পড়েন অঙ্কুর। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। অন্যদিকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁর ভাই হিমাংশু। পলাতক অভিযুক্তরা। অন্যদিকে অঙ্কুরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
ধীরে বাইক চালাতে বলায় দুই ভাইকে ধারাল অস্ত্রের কোপ, মৃত ১
Delhi Man Stabbed To Death For Asking 3 Men On Bike To "Drive Safely"https://t.co/d648upcM7L pic.twitter.com/xc9kSGRq0F
— NDTV (@ndtv) October 15, 2024