নতুন দিল্লি, ৮ ডিসেম্বর: আজ ভোর ৫ টা নাগাদ রাজধানী দিল্লির (Delhi) রানি ঝাঁসি রোডের (Rani Jhansi Road) আনাজ মান্ডিতে (Anaj Mandi) এক কারখানায় (Factory) আগুন (Fire) লাগে। কিছুক্ষন পর আগুন ভয়াবহ আকার ধারণ করে। কারখানার ভিতরে শ্রমিকেরা ঘুমোচ্ছিলেন। এখনও পর্যন্ত ৪৩ জন মৃত (43 dead) বলে খবর পাওয়া গেছে। প্রায় ২৭ টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। চলছে উদ্ধারকাজ (Rescue)। এখনও পর্যন্ত ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। বাড়তে পারে মৃতের সংখ্যা।
আনাজ মান্ডির ওই কারখানাটি একটি সংকীর্ণ গলির মধ্যে অবস্থিত। ফলে উদ্ধারকাজে কিছুটা সমস্যা দেখা দিচ্ছে। কারখানাটিতে মোট ৬ টি তলা আছে। প্রাণে বাঁচার জন্য অনেকেই ওপর থেকে ঝাঁপ দিতে শুরু করে। অত্যধিক ধোঁয়ায় শ্বাসকষ্টেই অনেকের মৃত্যু হয়। যাদের উদ্ধার করা গেছে তাদের স্থানীয় লোক নায়েক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন, বিয়েবাড়ির বেঁচে যাওয়া খাবার আনতে গিয়ে 'ধর্ষিতা' নাবালিকা, অভিযুক্ত গ্রেফতার
Death toll rises to 43 in #Delhi fire incident, according to police. pic.twitter.com/FAYd3LNoOB
— ANI (@ANI) December 8, 2019
আজ রবিবার ভোরে আগুন লাগে। ভোর ৫.২২ মিনিটে স্থানীয়দের ফোন পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের অন্তত ১৫টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের উপ-মুখ্য আধিকারিক সুনীল চৌধুরী বলেন, ‘‘৬০০ বর্গফুট এলাকার ওই ভবনটিতে আগুন লাগে। ভিতরে খুব অন্ধকার ছিল। ভিতরে স্কুল ব্যাগ ও অন্যান্য দাহ্য বস্তু মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।"
এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানান দমকল কর্মীরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। দমকল কর্মীরা যথাসম্ভব চেষ্টা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনায় শোকবার্তা জানিয়ে বলেন, যাঁরা নিজেদের কাছের মানুষকে হারিয়েছেন তাঁদের জন্য আমি সহমর্মী। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। কর্তৃপক্ষ সমস্ত ব্যবস্থা নিচ্ছে।