নতুন দিল্লি, ৩ জুন: ভোট শেষে তিহার জেলে ফিরেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আবগারি দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে ইডি দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গ্রেফতার করে গত ২১ মার্চ। এরপর তাঁকে ভোট প্রচারের সুযোগ দেওয়ার জন্য শর্তসাপেক্ষে গত ৮ জুন ২১ দিনের জন্য জামিন দেয় আদালত।
কেজরিওয়াল জেলে ফেরার পর আপ নেত্রী তথা মন্ত্রী আতিশি দাবি করলেন, "দিল্লির মুখ্যমন্ত্রীকে হেনস্থা করার কোনও উপায়ই বাকি রাখছে না। ৪৮ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াসের গরমেও কেজরিওয়ালের সেলে কুলার দেওয়া হয়নি। অথচ জঘন্য অপরাধীদের জন্যও তিহার জেলে কুলারের ব্যবস্থা করা হয়েছে।" এই ইস্য়ু নিয়ে আতিশি প্রশ্ন করেন, আমরা জানতে চাইছি বিজেপি আর কত নিচে নামবে।" আরও পড়ুন-রাত পোহালেই ভোট গণনা, দেশের নজর যে ৫০ জন তারকা প্রার্থীদের দিকে
দেখুন ভিডিয়ো
#WATCH | Delhi Minister and AAP leader Atishi says, "Arvind Kejriwal has been arrested by the BJP in a fake case. Yesterday, Arvind Kejriwal surrendered and went to Tihar Jail. But the BJP-ruled central government has not found peace. The BJP is leaving no stone unturned to… pic.twitter.com/hF7YVN5p8f
— ANI (@ANI) June 3, 2024
জামিনে জেল থেকে ছাড়া পেয়ে বিজেপি-র বিরুদ্ধে ভোটপ্রচারে ঝড় তুলেছিলেন কেজরিওয়াল। কংগ্রেস ও আপ প্রার্থীদের সমর্থনে রোড শো, সভা করার পাশাপাশি পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশেও ইন্ডিয়া ও আপ-কে জেতানোর আবেদন নিয়ে ভোটারদের কাছে গিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী।